দ্যা শেফার্ডেস (১৮৮৯)

দ্যা শেফার্ডেস (ইংরেজি: The Shepherdess) ফরাসী চিত্রকর উইলিয়াম এডলফ বুঁগেরো অঙ্কিত ১৮৮৯ খ্রিষ্টাব্দে সমাপ্ত একটি তৈলচিত্র। তৈলচিত্রটি বর্তমানে ওকলাহোমা অবস্থিত ফিলব্রুক মিউজিয়াম অফ আর্টে সংরক্ষিত রয়েছে। চিত্রকর্মটির নাম আসলে পাস্তুরিয়ে (Pastourelle)। দক্ষিণ ফ্রান্সের উপভাষায় ভেড়ার রাখালদের এই নামে ডাকা হয়।

পাস্তুরিয়ে (দ্যা শেফার্ডেস)
শিল্পীউইলিয়াম এডলফ বুঁগেরো
বছর১৮৮৯
ধরনক্যানভাসে তেলরঙ
অবস্থানফিলব্রুক মিউজিয়াম অফ আর্ট, ওকলাহোমা, যুক্তরাষ্ট্র

চিত্রকর্মের মূল চরিত্র এক গ্রামীণ কিশোরী; তার কাঁধে একটি ভেড়া-তাড়ানো ছড়ি। মেয়েটির পেছনের মাঠেকয়েকটি গরু চরছে। একই নামে বুঁগেরোর আরেকটি চিত্রকর্ম রয়েছে। সেটি ১৮৮১ সালে আঁকা হয়।

বহিঃসংযোগ সম্পাদনা