দ্পাল-ল্দান-গ্রাগ্স-পা

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

দ্পাল-ল্দান-গ্রাগ্স-পা (তিব্বতি: དཔལ་ལྡན་གྲགས་པওয়াইলি: dpal ldan grags pa) (মৃত্যু-১৭২৯) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের একান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

দ্পাল-ল্দান-গ্রাগ্স-পা সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তিব্বতের হোর-গ্ত্সাং-কো-ন্যিন (ওয়াইলি: hor gtsang ko nyin) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ম্গোন-পো-সেং-গে (ওয়াইলি: mgon po seng ge) এবং মাতার নাম ছিল স্ক্যিদ-মো-য়াগ (ওয়াইলি: skyid mo yag)। কম বয়সে ঙ্গাগ-দ্বাং-দ্কোন-ম্ছোগ-ন্যি-মা (ওয়াইলি: ngag dbang dkon mchog nyi ma) নামক ষষ্ঠ র্তা-ত্শাগ-র্জে-দ্রুং (ওয়াইলি: rta tshag rje drung) উপাধিধারী লামার নিকট হতে তিনি দীক্ষালাভ করেন। তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয়ে ও পরে গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। পঞ্চম পাঞ্চেন লামা এবং ব্লো-ব্জাং-দার-র্গ্যাস নামক উনপঞ্চাশতম দ্গা'-ল্দান-খ্রি-পা তার অন্যতম উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। শিক্ষাশেষে তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয় এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের শার-র্ত্সে মহাবিদ্যালয়ের প্রধান হিসেবে নির্বাচিত হন। ১৭২১ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের একান্নতম প্রধান হিসেবে নির্বাচিত হন ও এই পদে তিনি সাত বছর থাকেন। সপ্তম দলাই লামাষষ্ঠ পাঞ্চেন লামা ছাড়া র্গ্যাল-ম্ত্শান-সেং-গে (ওয়াইলি: rgyal mtshan seng+ge,) নামক তিপ্পান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (ডিসেম্বর ২০১০)। "The Fifty-First Ganden Tripa, Pelden Drakpa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২২ 
পূর্বসূরী
দ্গে-'দুন-ফুন-ত্শোগ্স
দ্পাল-ল্দান-গ্রাগ্স-পা
একান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-ত্শে-'ফেল