দেনিস জাকারিয়া

সুইজারল্যান্ডীয় ফুটবলার

দেনিস লেমি জাকারিয়া লাকো লাদো (ফরাসি: Denis Zakaria; জন্ম: ২০ নভেম্বর ১৯৯৬; দেনিস জাকারিয়া নামে সুপরিচিত) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবাখ এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

দেনিস জাকারিয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দেনিস লেমি জাকারিয়া লাকো লাদো[১]
জন্ম (1996-11-20) ২০ নভেম্বর ১৯৯৬ (বয়স ২৭)
জন্ম স্থান জেনেভা, সুইজারল্যান্ড
উচ্চতা ১.৯৪ মিটার (৬ ফুট + ইঞ্চি)[২]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বরুসিয়া মনশেনগ্লাডবাখ
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৪–২০১৫ সারভেত
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৫ সারভেত (২)
২০১৫–২০১৭ ইয়াং বয়েজ ৫০ (২)
২০১৭– বরুসিয়া মনশেনগ্লাডবাখ ১০৯ (৯)
জাতীয় দল
২০১৪–২০১৫ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ (২)
২০১৫–২০১৬ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ (০)
২০১৬– সুইজারল্যান্ড ৩১ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:১৯, ১৩ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:১৯, ১৩ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৪ সালে, জাকারিয়া সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৩ বছর যাবত সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩১ ম্যাচে ৩টি গোল করেছেন। তিনি সুইজারল্যান্ডের হয়ে এপর্যন্ত ১টি ফিফা বিশ্বকাপ (২০১৮) এবং ২টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০১৬ এবং ২০২০) অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

দেনিস লেমি জাকারিয়া লাকো লাদো ১৯৯৬ সালের ২০শে নভেম্বর তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার বাবা দক্ষিণ সুদানী বংশোদ্ভূত এবং তার মা কঙ্গোলীয় বংশোদ্ভূত।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "UEFA Nations League 2019: Booking List before League phase Matchday 5" (পিডিএফ)। UEFA। ৬ নভেম্বর ২০১৮। পৃষ্ঠা 2। ২৮ নভেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০ 
  2. "2018 FIFA World Cup: List of players" (পিডিএফ)। FIFA। ২১ জুন ২০১৮। পৃষ্ঠা 30। ১৯ জুন ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২১ 
  3. Wuillemin, Dominic (৩ অক্টোবর ২০১৫)। "Zackig"Berner Zeitung (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা