দীপ্ত টিভি

বাংলাদেশের টেলিভিশন চ্যানেল

দীপ্ত টিভি বাংলাদেশের একটি বেসরকারি বিনোদনমূলক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল।[৩] ১৮ নভেম্বর ২০১৫ থেকে চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে এর সম্প্রচার কার্যক্রম শুরু করে।[৪] এর সদরদপ্তর ঢাকার তেজগাঁওে অবস্থিত। চ্যানেলটি একবছরের মধ্যেই দর্শক জনপ্রিয়তা পায়। দীপ্ত টিভি ২০১৫-র ১৮ নভেম্বর থেকে সুলতান সুলেমান ধারাবাহিকটি বাংলা ভাষায় সম্প্রচার শুরু করে।

দীপ্ত টিভি
উদ্বোধন১৮ নভেম্বর ২০১৫[১]
মালিকানাকাজী মিডিয়া লিমিটেড
স্লোগানআলোয় ভুবন ভরা
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
প্রচারের স্থানজাতীয়
প্রধান কার্যালয়৭/এ/জিএ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা
ওয়েবসাইটদীপ্ত টিভি
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
Apstar _7
(Pan Asia)
Apstar, 76.5°East C Band[২]
ক্যাবল
আইপিটিভি

প্রচারিত অনুষ্ঠানমালা সম্পাদনা

  • খুঁজে ফিরি তাকে (দীর্ঘ ধারাবাহিক নাটক)[৪]
  • অপরাজিতা (আশাপূর্ণা দেবীবালুচরী উপন্যাস অবলম্বনে দীর্ঘ ধারাবাহিক নাটক)[৪][৫]
  • পালকী (দীর্ঘ ধারবাহিক নাটক) [৪]
  • খেলাঘর (ধারাবাহিক নাটক)
  • খলনায়ক (ধারবাহিক নাটক)
  • ওরা থাকে ওধারে (ধারাবাহিক নাটক)
  • ভালোবাসার আলো আঁধার (দীর্ঘ ধারবাহিক নাটক)
  • মধ্যবর্তিনী (রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের অনুপ্রেরণায় ধারবাহিক নাটক)
  • মান অভিমান (দীর্ঘ ধারবাহিক নাটক)
  • মাশরাফি জুনিয়র (দীর্ঘ ধারবাহিক নাটক)
  • বকুলপুর (ধারবাহিক নাটক)
  • দেনা পাওনা (রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের অনুপ্রেরণায় দীর্ঘ ধারবাহিক নাটক)
  • সুলতান সুলেমান (বাংলা ডাবিংকৃত ধারাবাহিক নাটক)[৪]
  • সুলতান সুলেমান: কোসেম (বাংলা ডাবিংকৃত ধারাবাহিক নাটক)
  • বেন ১০ (টিভি ধারাবাহিক) (বাংলা ডাবিংকৃত কার্টুন)[৪] নাটক)
  • নিনজা হাতোরি-কুন (বাংলা ডাবিংকৃত কার্টুন) [৪]
  • পাওয়ারপাফ গার্লস (বাংলা ডাবিংকৃত কার্টুন)[৪]
  • দীপ্ত প্রভাতী
  • দীপ্ত সকাল
  • দীপ্ত সংবাদ
  • দীপ্ত কৃষি
  • দীপ্ত স্পোর্টস
  • তক্কাতক্কি- রোবায়েত ফেরদৌসের সাথে (টক শো)
  • দৃশ্যপট- ফিরোজ আহমেদের সাথে (টক শো)
  • নাজমুল আশরাফের নির্বাচিত খবর

বিশেষ অনুষ্ঠানমালা সম্পাদনা

  • আমরা তোমাদের ভুলিনি (বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র)
  • অপারেশন কিলোফ্লাইট (মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র)
  • ১৯৭১ (মুক্তিযুদ্ধ বিষয়ক ধারাবাহিক প্রামাণ্যচিত্র)
  • ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস (ইসলামী আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান)

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আজ থেকে দীপ্ত টিভি"দৈনিক কালের কণ্ঠ। ১৮ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৫ 
  2. "Deepto TV HD New Channel Test Transmission Started From Apstar 7 ,"। sathunters.com। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৫ 
  3. "পরিমিত বিজ্ঞাপন বিরতি নিয়ে দীপ্ত টিভি"বাংলানিউজ২৪.কম। ১৬ নভেম্বর ২০১৫। ২০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৫ 
  4. "এসেছে দীপ্ত টিভি"প্রথম আলো। ১৮ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৫ 
  5. "অপরাজিতা"দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা