দিপালী বরঠাকুর

ভারতীয় গায়িকা

দীপালী বরঠাকুর (অসমীয়া: দীপালী বরঠাকুর, জন্ম: ৩০ জানুয়ারি ১৯৪১) ভারতের অসমের একজন কণ্ঠশিল্পী। ১৯৪১ সালের ৩০ জানুয়ারী তারিখে শিবসাগর জেলার সোণারির নীলমনি বাগানে তার জন্ম হয়েছিল[১]

দীপালী বরঠাকুর
জন্ম (1941-01-30) ৩০ জানুয়ারি ১৯৪১ (বয়স ৮৩)
নীলমনি বাগান, সোণারি, শিবসাগর জিলা
পেশাকণ্ঠশিল্পী
কার্যকাল১৯৫৫–১৯৬৯

সাংগীতিক জীবন সম্পাদনা

নবম বিষয়শ্রেণীর ছাত্রী থাকাকালীন তিনি বাণীবদ্ধ করেছিলেন বন্ধু সময় পালে আমার ফালে এবার আহি যাবা। এরপর তার কণ্ঠ জনপ্রিয়তা লাভ করে।[১]

দীপালী বরঠাকুরের কণ্ঠে কয়েকটি জনপ্রিয় গানঃ[২]

  • সোণর খারু নালাগে মোক বিয়ার বাবে আই
  • জোনধনে জোনালীতে
  • আবেগর বোকোচা ব’ব মই নোৱারো/যৌৱনে আমনি করে (কথাছবি "লাচিত বরফুকন")
  • কণমান বরশীরে চিপ
  • চেনাই মই যাওঁ দেই
  • অ' বন্ধু সময় পালে আমার ফালে এবার আহি যাবা

পুরস্কারসমূহ সম্পাদনা

দীপালী বরঠাকুর পদ্মশ্রী সম্মান (১৯৯৮)[৩][৪], অসম সরকার-এর শিল্পী পুরস্কার (২০১০)[৫], 'লিঅ' এক্সপো শিল্পী সম্মান (২০০৭) লাভ করেছেন। এছাড়াও প্রতি মাসে ৫,০০০ টাকা করে অসম সরকারের পক্ষ থেকে পেন্সন লাভ করেন ।[১]

উপসংহার সম্পাদনা

১৯৬৯ সালে তিনি শেষবারের জন্য পরিবেশন করেছিলেন 'লুইত নেযাবি ঐ।'[১] এই সময়ে দীপালী বরঠাকুর মোটর নিউরোন রোগএ আক্রান্ত হন এবং গান গাওয়ার ক্ষমতা হারানোর সাথে সাথে চলা-ফেরা করার জন্য হুইল চেয়ারের আশ্রয় নিতে বাধ্য হন। ১৯৭৬ সালে শিল্পী অসমের খ্যাতনামা চিত্রশিল্পী নীলপবন বরুয়ার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. শুচিব্রত রয়, শিল্পী দীপালী বরঠাকুরের ৭১সংখ্যক জন্মদিন, আমার অসম, ৩১ জানুয়ারী, ২০১২ আহরণ করা তারিখঃ ০৩-০২-২০১২
  2. "Deepali-Borthakur" (ইংরেজি ভাষায়)। assamspider.com। অক্টোবর ১০, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ April 02, 2013  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "October 16th, 2010 - October 28th, 2010, The Strand Art Room, Neel Pawan Baruah" (ইংরেজি ভাষায়)। ArtSlant। ২০২০-০২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-০১ 
  4. "Rediff On The NeT: Nani Palkhivala, Lakshmi Sehgal conferred Padma Vibushan" (ইংরেজি ভাষায়)। Rediff.co.in। ১৯৯৮-০১-২৭। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-০১ 
  5. TI Trade (২০১০-০১-১৮)। "দ্য আসাম ট্রিবিউন অনলাইন" (ইংরেজি ভাষায়)। Assamtribune.com। ২০১৬-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-০১ 
  6. "A tribute to marriage of arts & minds - Book on celebrity couple"দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। ২০০৩।  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)