দিওয়ানে গালিব

মির্জা গালিবের লিখিত দিওয়ান বা গজলের সংকলন

দিওয়ানে গালিব বিখ্যাত ফার্সিউর্দু কবি মির্জা আসাদুল্লাহ খান গালিবের লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি গালিবের গজলের সংকলন।[১] যদিও এটিতে তার সমস্ত গজল অন্তর্ভুক্ত করা হয়নি কারণ তিনি সেগুলিকে অন্তর্ভুক্ত করতে খুব যাচাই-বাচাই করেছিলেন, তবুও দিওয়ানের উর্দু পণ্ডিতরা তার সমস্ত মূল্যবান রচনা সংগ্রহ করার চেষ্টা করেছেন। দিওয়ানের বেশ কয়েকটি সংস্করণ বিদ্যমান যেমন নুসখায়ে নিজামী, ইমতিয়াজ আলী আরশির নুসখায়ে আরশি, নুসখায়ে হামিদিয়া (ভোপাল), নুসখায়ে গোলাম রসুল মেহর।[২]

দিওয়ানে গালিব
দিওয়ানে গালিব কভার
লেখকমির্জা আসাদুল্লাহ খান গালিব
দেশভারত
ভাষাউর্দু
ফার্সি
ধরনকবিতা, গজল, শায়েরি, দিওয়ান

সারমর্ম সম্পাদনা

দিওয়ানে গালিবে প্রায় ২০০টি গজল রয়েছে এবং মূল কপিতে এর চেয়ে কম গজল ছিল। গবেষকরা গালিবের মৃত্যুর পরে এর মত অন্যান্য গজলগুলি অন্তর্ভুক্ত করেছেন। গজলগুলো তখনকার কথ্য উর্দু ভাষায় লেখা হয় রেখতায়[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ḥālī, K.A.Ḥ. (১৯৯০)। Yadgar-e Ghalib: A Biography of Ghalib। Idarah-i Adabiyat-i Delli। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-১৯ 
  2. Deewan-e-Ghalib. Karwan-e Adab.[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. Mujeeb, M. (১৯৬৯)। GhalibSahitya Akademiআইএসবিএন 9788172017088। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা