দার্চহাওনা

ভারতীয় ইতিহাসবেত্তা

দার্চহাওনা হলেন একজন হিন্দি সাহিত্যের ভারতীয় লেখক এবং উত্তর-পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের ইতিহাসবিদ। [১] ১৯৩৬ সালের নববর্ষের দিনে জন্মগ্রহণ করেন, [১] দার্চহাওনা মিজোরাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন অফিসার অন স্পেশাল ডিউটি, যখন এটি নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির (এনইএইচইউ) মিজোরাম ক্যাম্পাস ছিল এবং মিজো ইতিহাস সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। [২] [৩] একাধিক মেয়াদে সংগঠনের সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন এবং ২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর এই পদে অধিষ্ঠিত রয়েছেন। ভারতীয় সাহিত্যে তার অবদানের জন্য ভারত সরকার তাকে ২০০৫ সালে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করে। [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Prof. Darchhawna"। Indian Autographs। ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৫ 
  2. "Brief History of MHA"। Mizo History Association। ২০১৫। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৫ 
  3. "Office Bearers of MHA"। Mizo History Association। ২০১৫। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৫ 
  4. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫