দাগডি চল বা চউল মুম্বাই এর বাইকুল্লা সংলগ্ন একটি এলাকা। একসময়  এটি আসে পাশের কাপড় মিলের কাজকরা মজদুরদের বসবাসের জায়গা ছিল। এখন এটি একটি বিখ্যাত মাফিয়া ডন থেকে রাজনিতিক অরুন গাউলির দুর্গবাড়ি নামেই বেশি পরিচিত।[১] ২০১৫ সালে একটি মারাঠি চলচ্চিত্র মুক্তি পায় যার নাম ছিল "দাগড়ি চাল" যার অভিনেতা ছিলেন অঙ্কুশ  চৌধুরী, মার্কণ্ড দেশপান্ডে, আর পুজা স্বাওন্ত। এই ছবিতে ১৯৯৫-৯৬ এর সবচেয়ে বড় গাং এর যুদ্ধ দেখান হয়ে ছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Samervel, Rebecca (১ সেপ্টেম্বর ২০১২)। "Ex-MLA Arun Gawli goes from Dagdi Chawl to life in jail"Times of India। ১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৩