দলছুট একটি বাংলাদেশী পপ রক ব্যান্ড দল, যেটি ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী দ্বারা ঢাকায় প্রতিষ্ঠিত হয়।

দলছুট
উদ্ভবঢাকা, বাংলাদেশ
ধরনমেলো রক, সফট রক, রক ব্যালাড
কার্যকাল১৯৯৬–২০১৩, ২০১৬–বর্তমান
লেবেলজি সিরিজ, অগ্নিবীণা
সদস্য
  • বাপ্পা মজুমদার
  • ওয়াহিদুর রহমান মাসুম
  • সোহেল আজিজ
  • জন সাটন মুন্সী
  • শেইখ ইমরান আহমেদ দানো
  • শাহান কবন্ধ
প্রাক্তন
সদস্য
  • সঞ্জীব চৌধুরী
  • হোসেন তওহিদুর রহমান রুমি
  • রাকীবুন নবি রাতুল
  • কোশরোজ মোহিত
  • শামীম আলম বুলেট
  • নাইমুল হাসান তানিম

গঠন সম্পাদনা

বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী একসাথে এই ব্যান্ড গঠন করেন। বাপ্পা তার সলো অ্যালবামের জন্য সঞ্জীবকে কাজ করার আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা অশোক কর্মকার-এ কালরাত্রি নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যা দর্শকদের আকৃষ্ট করেছিল। তখনই ১৯৯৬ সালের নভেম্বর মাসে দলছুট গঠিত হয়।[১] প্রথমে কেবল বাপ্পা ও সঞ্জীব দলের সদস্য থাকলেও অর্থহীন ব্যান্ডের সুমন তাদের সাহায্য করেছিলেন।

অ্যালবামসমূহ সম্পাদনা

১৯৯৭ সালে দলছুট তাদের প্রথম অ্যালবাম আহ্ প্রকাশ করে। এটি শুরুর দিকে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়। পরে বিটিভির শুভেচ্ছা অনুষ্ঠানে এই অ্যালবামের রঙ্গিলা গানের মিউজিক ভিডিও প্রচারিত হবার পর দলছুট ও তাদের অ্যালবাম আহ্ জনপ্রিয় হয়ে ওঠে। সঞ্জীব বলেছিলেন তাদের প্রথম অ্যালবাম একটু বিচিত্র কারণ এটি প্রকাশের আট মাস পর জনপ্রিয় হয়েছে।

২০০০ সালে মুক্তি পাওয়া দলছুটের দ্বিতীয় অ্যালবাম হৃদয়পুর জনপ্রিয় হতে তেমন সময় নেয়নি। এই অ্যালবামের কয়েকটি গান সাথে সাথেই জনপ্রিয়তা লাভ করে। এই অ্যালবাম প্রকাশের পর দলছুটের জনপ্রিয়তা বাড়তে থাকে।

২০০২ সালে দলছুট তাদের তৃতীয় অ্যালবাম আকাশচুরি প্রকাশ করে।

২০০৭ সালে, দলছুট তাদের ৫তম অ্যালবাম বের করে জোছনা বিহার

২০১০ সালে, দলছুট তাদের ৬তম অ্যালবাম বের করে আয় আমন্ত্রণ[২]

২০১৬ সালে, দলছুট একটি নতুন সংস্কার গ্রহণ করেছে ভোকাল ও লিড গিটারে বাপ্পা মজুমদার, ব্যান্ড ম্যানেজার হিসেবে শাহান কাবন্ধ, লিড গিটারে ওয়াহিদুর রহমান মাসুম, কীবোর্ডে সোহেল আজিজ, বেস গিটারে জন সাটন মুন্সি এবং ড্রামসে শেখ ইমরান আহমেদ ড্যানোর।

২০২৪ সালে, দলছুট তাদের ৫তম অ্যালবাম বের করে সঞ্জীব

সঞ্জীবের মৃত্যু সম্পাদনা

২০০৭ সালের নভেম্বর মাসে দলছুট হোচট খায়। ২০০৭ সালের ১৯ নভেম্বর দলছুটের প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব চৌধুরী মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেন।[৩][৪]

সদস্য সম্পাদনা

বর্তমান সম্পাদনা

  • বাপ্পা মজুমদার (কণ্ঠ, গিটার) (১৯৯৬-২০১৩, ২০১৬–বর্তমান)
  • শাহান কবন্ধ (ম্যানেজার) (২০০৮-২০১৩, ২০১৬–বর্তমান)
  • ওয়াহিদুর রহমান মাসুম (গীটার) (২০১৬–বর্তমান)
  • সোহেল আজিজ (কি-বোর্ডিস্ট) (২০১৬–বর্তমান)
  • জন সাটন মুন্সী (বেজ গিটার) (২০১৬–বর্তমান)
  • শেখ ইমরান আহমেদ দানো (ড্রামস) (২০১৬–বর্তমান)[৫]

অতীত সম্পাদনা

ডিস্কোগ্রাফি সম্পাদনা

আহ (১৯৯৭) সম্পাদনা

গানের নাম গায়ক সুরকার গীতিকার
গিটার বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী সঞ্জীব চৌধুরী সঞ্জীব চৌধুরী
ভাল্লাগেনা সঞ্জীব চৌধুরী
সাদা ময়লা রঙ্গিলা বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
কাগা বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
তখন ছিল বাপ্পা মজুমদার
মনে পড়ে সঞ্জীব চৌধুরী
ইয়াসমীন সঞ্জীব চৌধুরী
চোখ সঞ্জীব চৌধুরী সঞ্জীব চৌধুরী
সানগ্লাস সঞ্জীব চৌধুরী সঞ্জীব চৌধুরী
ভর দুপুর বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
নিষিদ্ধ বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
দলছুট বাপ্পা মজুমদার

হৃদয়পুর (২০০০) সম্পাদনা

গানের নাম গায়ক সুরকার গীতিকার
গাড়ি চলে না সঞ্জীব চৌধুরী শাহ আবদুল করিম
বাজি বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার সঞ্জীব চৌধুরী
নৌকা ভ্রমন বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী সঞ্জীব চৌধুরী
চাঁদের জন্য গান সঞ্জীব চৌধুরী
জলের দামে বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার জুলফিকার রাসেল
আমি তোমাকে বলে দেবে সঞ্জীব চৌধুরী বাপ্পা মজুমদার সঞ্জীব চৌধুরী
আমার সন্তান বাপ্পা মজুমদার
সবুজ যখন বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী বাপ্পা মজুমদার শেখ রানা
গাছ সঞ্জীব চৌধুরী বাপ্পা মজুমদার শেখ রানা
বৃষ্টি পরে বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার শেখ রানা
চলো বুবাইজান বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
আন্তর্জাতিক ভিক্ষা সংগীত বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী

আকাশ চুরি (২০০২) সম্পাদনা

গানের নাম গায়ক সুরকার গীতিকার
চাঁদের শহরে বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার জুলফিকার রাসেল
হৃদয়ের দাবি সঞ্জীব চৌধুরী কামরুজ্জামান
ফিরে চাই বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী বাপ্পা মজুমদার শেখ আবদুল্লাহ আল মতিন রানা
জোর বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার জুলফিকার রাসেল
চুরি চিকিৎসা সঞ্জীব চৌধুরী সাজ্জাদ শরীফ
ভেঙে পথ বাপ্পা মজুমদার জুলফিকার রাসেল
আকাশ চুরি বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার জুলফিকার রাসেল
কার ছবি নেই সঞ্জীব চৌধুরী সঞ্জীব চৌধুরী
ফেরারি সময় বাপ্পা মজুমদার রাসেল ও’নীল
এই নষ্ট সময় সঞ্জীব চৌধুরী ফরহাদ মজহার
অপেক্ষা বাপ্পা মজুমদার জুলফিকার রাসেল
বায়োস্কোপ বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী কামরুজ্জামান

জোছনা বিহার (২০০৭) সম্পাদনা

গানের নাম গায়ক সুরকার গীতিকার
মন ছুঁয়েছো বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার রাসেল ও’নীল
হাতের পরশ সঞ্জীব চৌধুরী বাপ্পা মজুমদার কামরুজ্জামান
সবুজ খুজি বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী বাপ্পা মজুমদার জুলফিকার রাসেল
চলতে চলতে সঞ্জীব চৌধুরী বাপ্পা মজুমদার সঞ্জীব চৌধুরী
জোছনা বিহার বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার সঞ্জীব চৌধুরী
দিন সারা দিন বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী বাপ্পা মজুমদার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়
অরূপ অভিলাষী বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়
ভালো লাগে না সঞ্জীব চৌধুরী বাপ্পা মজুমদার শুভাশিস সিনহা
চার দেয়াল বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার শেখ আবদুল্লাহ আল মতিন রানা
আকুতি বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার জুলফিকার রাসেল
মেঘপিয়ন বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার শাহান কবন্ধ
নোঙ্গরের গল্প সঞ্জীব চৌধুরী বাপ্পা মজুমদার রাসেল ও’নীল
জোছনা বিহার ২ বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার সঞ্জীব চৌধুরী
ধরি মাছ না ছুঁই পানি সঞ্জীব চৌধুরী বাপ্পা মজুমদার এস আলম লিটন

টুকরো কথা (২০০৮) সম্পাদনা

গানের নাম গায়ক সুরকার গীতিকার
টুকরো কথা বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার সঞ্জীব চৌধুরী

আয় আমন্ত্রণ (২০১০) সম্পাদনা

গানের নাম গায়ক সুরকার গীতিকার
বালিকা বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার প্রজ্ঞা নাসরিন
বিদ্রুপ বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার শাহান কবন্ধ
শমনে দারা বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার শেখ আবদুল্লাহ আল মতিন রানা
জলের প্রেমে বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়
উড়াল মন বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার রাসেল ও’নীল
স্বপ্ন বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার তানভীর সজীব
শূন্য বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার জাহিদ আকবর
প্রশ্ন বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার জুলফিকার রাসেল
বাংলাদেশে গ্রীস্ম বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার মারজুক রাসেল
তীর হারা এই ঢেউয়ের সাগর বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার আপেল মাহমুদ
নতজানু বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার সঞ্জীব চৌধুরী

সঞ্জীব (২০২৪) সম্পাদনা

গানের নাম গায়ক সুরকার গীতিকার
সঞ্জীব চৌধুরী বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার
তুমি যাও বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার
গানের শুরুটা বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার
তুমি আছো নাকি বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার
মন কারিগর বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার
শূন্য লাগে বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার
দুটো মানুষ বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার
মেঘ জমেছে বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার
তার ছায়ায় বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার
প্রবঞ্চনা বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার
মন দাবাড়ু বাপ্পা মজুমদার বাপ্পা মজুমদার

তথ্যসূত্র সম্পাদনা

  1. Mazumder, Bappa (২২ নভেম্বর ২০০৭)। "দাদা, সত্যিই দলছুট হয়ে গেলেন?"। Anondo, Prothom Alo। Mahfuz Anam। পৃষ্ঠা 1। 
  2. "সঞ্জীব চৌধুরীর জন্মদিনে 'আয় আমন্ত্রণ'"prothom-alo.com। ২০২০-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০৪ 
  3. "'প্রথম ফোনো লাইভে গান করেন সঞ্জীব চৌধুরী ও দলছুট'"Risingbd। ২ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৫ 
  4. "ফেসবুকে স্ট্যাটাস দিলেন প্রয়াত সঞ্জীব চৌধুরী!"sangbad24.net 
  5. "HugeDomains.com - Dalchhut.com is for sale (Dalchhut)"dalchhut.com 

বহিঃসংযোগ সম্পাদনা