আর. এম. দয়া রত্ননায়ক শ্রীলঙ্কার একজন অবসরপ্রাপ্ত জেনারেল যিনি ১ আগস্ট ২০১৩ থেকে ২১ ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত শ্রীলঙ্কার সেনাকমান্ডার ছিলেন । দয়া ১৯৮১ সালে শ্রীলঙ্কা সেনাবাহিনীর হাল্কা পদাতিক রেজিমেন্টে কমিশন পেয়েছিলেন ।[১][২][৩] দয়ার পরে ক্রিশান্ত ডি সিলভা সেনাপ্রধান হন।

জেনারেল
দয়া রত্ননায়ক
শ্রীলঙ্কার সেনাকমান্ডার (২০১৩-২০১৫)
সামরিক পরিষেবা
আনুগত্যশ্রীলঙ্কা
শাখাশ্রীলঙ্কা সেনাবাহিনী
কাজের মেয়াদ১৯৮১-২০১৫
পদজেনারেল
ইউনিটহাল্কা পদাতিক রেজিমেন্ট

শিক্ষা সম্পাদনা

দয়া কুরুনেগালার মালিয়াদেভা কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করেন। কমিশন পাবার পর তিনি কমান্ডো সেনা প্রশিক্ষণ, পদাতিক বাহিনীর জুনিয়র কর্মকর্তাদের প্রশিক্ষণ, ব্যাটেলিয়ন সাপোর্ট অস্ত্র প্রশিক্ষণ, জুনিয়র কমান্ড ও সিনিয়র কমান্ড প্রশিক্ষণ (ভারত) সম্পন্ন করেন।

সামরিকজীবন সম্পাদনা

১৯৮০ সালে তিনি ক্যাডেট হিসেবে শ্রীলঙ্কা সেনাবাহিনী একাডেমীতে যোগ দেন, কমিশন লাভ করেন শ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে ১৯৮১ সালে। দয়া ৬ হাল্কা পদাতিক রেজিমেন্টের অধিনায়ক, ২৩ ডিভিশনের অধিনায়ক, সেনা পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক, শ্রীলঙ্কা মিলিটারি একাডেমির একটি ব্যাটেলিয়নের অধিনায়ক, সেনা গণমাধ্যমের পরিচালক (সেনা সদর), প্রতিরক্ষা মন্ত্রনালয়ে সেনামুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ এর ১ আগস্ট তিনি সেনাকমান্ডার হিসেবে নিয়োগ পান।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "New Army Commander Lt Gen Daya Ratnayake assumes duties"Daily News। ১ আগস্ট ২০১৩। ১৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসে ২০১৩ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৬ 
  3. "Major General Daya Ratnayake - 20th Army Commander from 1st of August"Asian Tribune। ১৪ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ ডিসে ২০১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
সামরিক দপ্তর
পূর্বসূরী
জগৎ জয়সূর্য
শ্রীলঙ্কার সেনাকমান্ডার
১ আগস্ট ২০১৩ - ২১ ফেব্রুয়ারি ২০১৫
উত্তরসূরী
ক্রিশান্ত ডি সিলভা