দক্ষিণ এশীয় আঞ্চলিক ট্রেড ইউনিয়ন পরিষদ

দক্ষিণ এশীয় আঞ্চলিক ট্রেড ইউনিয়ন পরিষদ (এসএআরটিইউসি) হলো দক্ষিণ এশিয়ার জাতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্রগুলোর একটি ফেডারেশন। এসএআরটিইউসি এর লক্ষ্য হল এর সদস্য দেশগুলোতে শ্রমিকদের অধিকারসমূহ তুলে ধরা।[১]

এসএআরটিইউসি
দক্ষিণ এশীয় আঞ্চলিক ট্রেড ইউনিয়ন পরিষদ
সংক্ষেপেSARTUC
নীতিবাক্যBuilding Workers’ Power
গঠিত১৯৮৮
সদরদপ্তর৪, ভাই বীর সিংহ মার্গ, নতুন দিল্লি, ভারত
যে অঞ্চলে
দক্ষিণ এশিয়া
সাধারণ সম্পাদক
লক্ষ্মণ বসনেত
ওয়েবসাইটwww.sartuc.org

ইতিহাস সম্পাদনা

১৯৮৮ সালের জানুয়ারিতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর সদস্য দেশ- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তানশ্রীলঙ্কায় ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ ফ্রি ট্রেড ইউনিয়ন (বর্তমানে আইটিইউসি)-এর সদস্য সংগঠনগুলোকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক ট্রেড ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ভারতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্র ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং হিন্দ মজদুর সভা, এসএআরটিইউসি-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিল।[২]

নজরুল ইসলাম খান (বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের তৎকালীন সভাপতি) ২০০৩ সালে এসএআরটিইউসি-এর সাধারণ সম্পাদক ছিলেন।[৩]

নেতৃত্ব সম্পাদনা

সাধারণ সম্পাদকগণ সম্পাদনা

১৯৮৮: জামশেদপুর গোপেশ্বর
১৯৯৮: নজরুল ইসলাম খান
লক্ষ্মণ বসনেত

সভাপতিগণ সম্পাদনা

১৯৮৮: সাভুমিয়ামূর্তি থন্ডামান
জি সঞ্জীব রেড্ডি

তথ্যসূত্র সম্পাদনা