থেওফিলোস দিকাইওস (গ্রিক: Θεὀφιλος ὁ Δίκαιος) একজন ইন্দো-গ্রিক রাজা ছিলেন, যিনি আনুমানিক ৯০ খ্রিস্টপূর্বাব্দে[১] খুব অল্প সময়ের জন্য পারোপামিসাদাই অঞ্চল শাসন করেন, যদিও সিনিয়রের মতে তিনি ১৩০ খ্রিস্টপূর্বাব্দে রাজত্ব করেন।[২]

থেওফিলোস দিকাইওস
ইন্দো-গ্রিক রাজা
থেওফিলোস দিকাইওসের মুদ্রা
রাজত্ব? ৯০ খ্রিস্টপূর্বাব্দ
পূর্বসূরিদিওমেদেস সোতের
উত্তরসূরিনিকিয়াস সোতের

মুদ্রা সম্পাদনা

থেওফিলোস দিকাইওস যে সমস্ত দ্বিভাষী ভারতীয় মুদ্রা প্রচলন করেন, তাতে হেরাক্লিসের চিত্র মুদ্রিত রয়েছে। মুদ্রাটিতে খরোষ্ঠী লিপিতে ধার্মিকস এবং গ্রিক লিপিতে দিকাইওস উপাধির কথা উৎকীর্ণ রয়েছে।

ব্যাক্ট্রিয়ার থেওফিলোস সম্পাদনা

থেওফিলোসের নামাঙ্কিত অন্য এক ধরনের মুদ্রা ব্যাক্ট্রিয়া অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে। এই মুদ্রায় এথেনানিকের চিত্র মুদ্রিত রয়েছে। এই মুদ্রায় থেওফিলোসের উপাধি রয়েছে আউতোক্রাতোরঅসমুন্ড বোপেয়ারাচ্চির মতে ইন্দো-গ্রিক শাসক থেওফিলোস দিকাইওস ও ব্যাক্ট্রিয়ার থেওফিলোস আউতোক্রাতোর একই ব্যক্তি[১] যদিও জ্যাকবসন মনে করেন যে দুইজন ভিন্ন ব্যক্তি।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Monnaies Gréco-Bactriennes et Indo-Grecques, Catalogue Raisonné", Osmund Bopearachchi, 1991, Bibliothèque Nationale de France, আইএসবিএন ২-৭১৭৭-১৮২৫-৭.
  2. Senior R.C., MacDonald, D.: The Decline of the Indo-Greeks, Monographs of the Hellenic Numismatic Society, Athens (1998)
  3. Jakobsson, J: Theophilos Autokrator, a last Bactrian king? ONS Journal 202 (2010).
থেওফিলোস দিকাইওস
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
দিওমেদেস সোতের
ইন্দো-গ্রিক শাসক
(পারোপামিসাদাই)

? ৯০ খ্রিস্টপূর্বাব্দ
উত্তরসূরী
নিকিয়াস সোতের