থাঙ্কমণি কুট্টি একজন ভারতীয় নৃত্যশিল্পী। তিনি একজন ভরতনাট্যম এবং মোহিনীত্তম উস্তাদ এবং বিশিষ্ট নৃত্যশিক্ষক[১] তিনি এবং তাঁর প্রয়াত স্বামী গোবিন্দন কুট্টি পশ্চিমবঙ্গে দক্ষিণ ভারতীয় নৃত্য, সংগীত এবং থিয়েটার প্রচারে তাদের অবদানের জন্য ব্যাপকভাবে পরিচিত।

থাঙ্কমণি কুট্টি (২০১১)।

পুরস্কার সম্পাদনা

  • ভারতমুনি সম্মান [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chowdhurie, Tapati (১ আগস্ট ২০১৩)। "In service of art"The Hindu (ইংরেজি ভাষায়)। 
  2. "Thankamani Kutty conferred Bharatmuni Samman"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০০৮।