থর্স হানস হ্যানসন (জন্ম ১৯৫০) একজন সুইডিশ পদার্থবিজ্ঞানী যিনি স্টকহোম বিশ্ববিদ্যালয়ে একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী হিসেবে কাজ করছেন। তিনি নোবেল কমিটির পদার্থবিজ্ঞান অংশের একজন সদস্য যারা প্রতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের কে মনোনয়ন করেন। [১]

জীবন সম্পাদনা

তিনি ১৯৭৯ সালে মৌলিক কণিকা (কোয়ার্ক) বিষয়ে একটি ডক্টরেট ডিগ্রিসহ গোটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি তার বিভিন্ন বই ও লেকচারের মাধ্যমে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার কাজে ব্যস্ত থাকেন।

তিনি ২০০৯ সালে বিজ্ঞানের রয়েল সুইডিশ একাডেমি এর একজন সদস্য হিসেবে নির্বাচিত হন। [২]

২০১৬ সালে নোবেল পুরস্কার এর সাধারণ বিবৃতিতে তিনি সকলকে এই পুরস্কার এর গুরুত্ব ও মাহাত্ম্য বুঝাতে চেষ্টা করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Nobel Committee for Physics"FYSIK। ৪ সেপ্টেম্বর ২০১৭। ১৬ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২০ 
  2. "Newly elected Academy members - from quantum physics to poetry"। ২৬ অক্টোবর ২০১১। ৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২০