ত্রিপুরার জাতীয় সমাজতান্ত্রিক দল

ত্রিপুরার জাতীয় সমাজতান্ত্রিক দল ভারতের ত্রিপুরা রাজ্যের একটি রাজনৈতিক দল । ২০০৩ সালের গ্রীষ্মে হীরেন্দ্র ত্রিপুরা এবং অন্যান্যরা ত্রিপুরার আদিবাসী জাতীয়তাবাদী দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে NSPT গঠিত হয়েছিল। আইএনপিটি-র অন্যতম প্রধান নেতা শ্যামচরণ ত্রিপুরা এনএসপিটির পক্ষ নিয়েছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআই(এম)) ত্রিপুরা উপজাতীয় অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) সদস্যদের সহায়তায়, এনএসপিটি দ্রুত টিটিএএডিসি-এর উপর নিয়ন্ত্রণ জয় করতে সক্ষম হয়েছিল।

ত্রিপুরার জাতীয় সমাজতান্ত্রিক দল
প্রতিষ্ঠাতাহীরেন ত্রিপুরা
প্রতিষ্ঠা২০০৩
সদর দপ্তরত্রিপুরা
ভাবাদর্শত্রিপুরী জাতীয়তাবাদ
ভারতের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

টিটিএএডিসি-এর ২০০৫ সালের নির্বাচনে NSPT বামফ্রন্ট দ্বারা সমর্থিত চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। চারজন প্রার্থীই নির্বাচিত হয়েছেন।[১]

নাম থাকা সত্ত্বেও, নাৎসিবাদ বা " জাতীয় সমাজতন্ত্র " শব্দটির অন্য কোনো ইউরোপীয় ব্যবহারের সাথে পার্টির কোনো সম্পর্ক নেই।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tripura ADC Polls – Historic Victory Of The Left Front"। ২০ মার্চ ২০০৫। ২৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।