ত্রিপুরায় ভারতের সাধারণ নির্বাচন, ২০১৯

সপ্তদশ লোকসভা গঠনের জন্য ২০১৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচন ১১ এপ্রিল এবং ২৩ এপ্রিল ২০১৯ তারিখে ভারতে অনুষ্ঠিত হয়েছিল। [১]

ত্রিপুরায় ভারতের সাধারণ নির্বাচন, ২০১৯

← ২০১৪ ১১, ২৩ এপ্রিল ২০২৩ ২০২৪ →

২টি আসন
ভোটের হার৮২.৪০% (হ্রাস০.৫২%)
  প্রথম দল দ্বিতীয় দল তৃতীয় দল
 
দল বিজেপি কংগ্রেস সিপিআই(এম)
জোট এনডিএ ইউপিএ বামফ্রন্ট
গত নির্বাচন
আসন লাভ
আসন পরিবর্তন বৃদ্ধি অপরিবর্তিত হ্রাস
শতকরা ৪৯.০৩% ২৫.৩৪% ১৭.৩১%
সুইং বৃদ্ধি৪৩.২৬% বৃদ্ধি৯.৯৬% হ্রাস৪৭.৪৭%

প্রার্থী সম্পাদনা

প্রধান নির্বাচনী প্রার্থীগণ হলেন: [২]

# নির্বাচনী এলাকা প্রার্থী
বিজেপি কংগ্রেস সিপিআই(এম)
ত্রিপুরা পশ্চিম প্রতিমা ভৌমিক সুবল ভৌমিক শঙ্কর প্রসাদ দত্ত
ত্রিপুরা পূর্ব রেবতী ত্রিপুরা প্রজ্ঞা দেব বর্মণ জিতেন্দ্র চৌধুরী

ফলাফল সম্পাদনা

দলের নাম ভোট % পরিবর্তন আসন জিতেছে পরিবর্তন
ভারতীয় জনতা পার্টি ৪৯.০৩% +৪৩.৩৩  
ভারতীয় জাতীয় কংগ্রেস ২৫.৩৪% +৯.৯৬%  
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ১৭.৩১% −৪৬.৬৯  
দল বিজেপি কংগ্রেস সিপিআই(এম)
নেতা নরেন্দ্র মোদি রাহুল গান্ধী মানিক সরকার
     
ভোট ৪৯.০৩%, ১০,৫৫,৬৫৮ ২৫.৩৪%, ৫,৪৫,৬৭৯ ১৭.৩১%, ৩,৭২,৭৮৯
আসন ২ (১০০%) ০ (০.০০%) ০ (০.০০%)
২ / ২
০ / ২
০ / ২
# নির্বাচনী এলাকা ভোটাররা [৩] বিজয়ী দল ভোট রানার আপ দল ভোট ব্যবধান
ত্রিপুরা পশ্চিম ৮১.৯৩  প্রতিমা ভৌমিক ৫,৭৩,৫৩২ সুবল ভৌমিক ২,৬৭,৮৪৩ ৩,০৫,৬৬৯
ত্রিপুরা পূর্ব ৮২.৯০  রেবতী ত্রিপুরা ৪,৮২,১২৬ মহারাজ কুমারী প্রজ্ঞা দেব বর্মণ ২,৭৭,৮৩৬ ২,০৪,২৯০

বিধানসভা আসন অনুযায়ী দলসমূহের অগ্রগতি সম্পাদনা

দল বিধানসভা কেন্দ্র বিধানসভায় অবস্থান (২০১৮ সালের নির্বাচন অনুযায়ী)
ভারতীয় জনতা পার্টি ৫১ ৩৬
ভারতীয় জাতীয় কংগ্রেস
ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ১৬
মোট ৬০

তথ্যসূত্র সম্পাদনা

  1. Singh, Vijaita (২০১৮-০৯-০১)। "General election will be held in 2019 as per schedule, says Rajnath Singh"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৪ 
  2. "Lok Sabha elections: BJP list of candidates for 2019"। Indian Express। ২৬ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৯ 
  3. Final voter turnout of Phase 1 and Phase 2 of the Lok Sabha Elections 2019, The Election Commission of India (20 April 2019, updated 4 May 2019)