ত্রিংশিকাবিজ্ঞপ্তিমাত্রতা

ত্রিংশিকাবিজ্ঞপ্তিমাত্রতা (ঐতিহ্যগত চীনা: 唯識三十論頌; পিনয়িন: Weishi Sanshi Lun Song; কোরীয়: 유식삼십송) বসুবন্ধু রচিত একটি মহাযান গ্রন্থ বিশেষ।

রচনা ও অনুবাদ সম্পাদনা

চতুর্থ শতাব্দীতে বসুবন্ধু ত্রিংশিকাবিজ্ঞপ্তিমাত্রতা রচনা করেন। এই গ্রন্থে মহাযান বৌদ্ধধর্মের যোগাচার সম্বন্ধীয় মূল তত্ত্বগুলি স্থান পেয়েছে। ৬৪৮ খ্রিষ্টাব্দে হোংফু বৌদ্ধবিহারে হিউয়েন সাঙ এই গ্রন্থকে চীনা ভাষায় অনুবাদ করেন। তিনি ত্রিংশিকাবিজ্ঞপ্তিমাত্রতার ওপর ভিত্তি করে ছেং ওয়েইশি লুন (চীনা: 成唯識論; ফিনিন: Chéng wéishì lùn) নামক গ্রন্থটিও রচনা করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Cook, Francis. Three Texts on Consciousness Only. Berkeley: Numata Center for Buddhist Translation and Research, 1999

বহিঃসংযোগ সম্পাদনা