তোমোইয়া কোইয়ামাতসু

জাপানি ফুটবলার

তোমোইয়া কোইয়ামাতসু (জাপানি: 小屋松 知哉, ইংরেজি: Tomoya Koyamatsu; জন্ম: ২৪ এপ্রিল ১৯৯৫) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাশিওয়া রেইসোলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

তোমোইয়া কোইয়ামাতসু
ব্যক্তিগত তথ্য
জন্ম (1995-04-24) ২৪ এপ্রিল ১৯৯৫ (বয়স ২৯)
জন্ম স্থান কিয়োতো প্রশাসনিক অঞ্চল, জাপান
উচ্চতা ১.৭১ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
কাশিওয়া রেইসোল
জার্সি নম্বর ১৪
যুব পর্যায়
২০১১–২০১৪ কিয়োতো তাচিবানা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৬ নাগোইয়া গ্রাম্পাস ২৯ (১)
২০১৪জে লিগ অনূর্ধ্ব-২২ (ধার) (২)
২০১৭–২০১৯ কিয়োতো সাঙ্গা ১১৬ (২২)
২০২০–২০২১ সাগান তোসু ৭০ (৮)
২০২২– কাশিওয়া রেইসোল ২৩ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:৪২, ২২ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

তোমোইয়া কোইয়ামাতসু ১৯৯৫ সালের ২৪শে এপ্রিল তারিখে জাপানের কিয়োতো প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "選手一覧 – 柏レイソル" [খেলোয়াড়ের তালিকা – কাশিওয়া রেইসোল]। reysol.co (জাপানি ভাষায়)। কাশিওয়া, চিবা প্রশাসনিক অঞ্চল, জাপান: কাশিওয়া রেইসোল। ১৬ এপ্রিল ২০২২। ১৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২ 
  2. "Team – Players – KASHIWA Reysol" [দল – খেলোয়াড় – কাশিওয়া রেইসোল]। reysol.co (ইংরেজি ভাষায়)। কাশিওয়া, চিবা প্রশাসনিক অঞ্চল, জাপান: কাশিওয়া রেইসোল। ১৬ এপ্রিল ২০২২। ১৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২ 
  3. "Kashiwa Reysol – J.LEAGUE" [কাশিওয়া রেইসোল – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ১৬ এপ্রিল ২০২২। ১৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা