তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয়

আসামের চিকিৎসা মহাবিদ্যালয়


তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয় হচ্ছে আসামের ষষ্ঠ চিকিৎসা মহাবিদ্যালয় । আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে ২০১৩ সালে এই মহাবিদ্যালয়টি উদ্বোধন করেন । ভারতীয় চিকিৎসা পরিষদ দ্বারা পরিদর্শনের পর ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে ১০০ জনকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক পাঠ্যক্রমে ভর্তির অনুমতি দেয়া হয় ।

তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয়
Tezpur Medical College and Hospital
নীতিবাক্যसर्वे सन्तु निरामयाः Sarve santu niramaya
স্থাপিত২০১৩
অধ্যক্ষডাঃ নির্মল চন্দ্র ভট্টাচার্য্য
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১২০+
স্নাতক১০০
অবস্থান
বিহাগুরী, তেজপুর, শোণিতপুর

২৬°৪০′৪৯″ উত্তর ৯২°৩৯′১২″ পূর্ব / ২৬.৬৮০২৭৭৮° উত্তর ৯২.৬৫৩৩৩৩৩° পূর্ব / 26.6802778; 92.6533333
অধিভুক্তিশ্রীমন্ত শঙ্করদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় [১]
ওয়েবসাইটwww.tmcassam.org
মানচিত্র

অবস্থান সম্পাদনা

তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয় আসামের শোণিতপুর জেলা সদর থেকে তেজপুর এর প্রায় ১৫ কি.মি. দূরে বিহাগুরীতে অবস্থিত।

বিভিন্ন বিভাগ সম্পাদনা

তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয়ে মোট ২২ টি বিভাগ রয়েছে:

  • অর্থপেডিক্স বিভাগ
  • নাক-কান বিভাগ
  • এনাস্থেসিয়লজি বিভাগ
  • কমিউনিটি মেডিসিন বিভাগ
  • চক্ষু-চিকিৎসা বিভাগ
  • চর্মরোগ বিভাগ
  • জৈব-রসায়ন বিভাগ
  • যক্ষ্মারোগ বিভাগ

  • দন্ত-চিকিৎসা বিভাগ
  • ফার্মাকোলজি বিভাগ
  • ফিজিওলজি বিভাগ
  • ফরেনসিক মেডিসিন বিভাগ
  • মাইক্রোবায়োলজি বিভাগ
  • মানসিক রোগ বিভাগ

  • মেডিসিন বিভাগ
  • রেডিওডায়েগনসিস বিভাগ
  • রোগতত্ব বিভাগ
  • শিশু-চিকিৎসা বিভাগ
  • শৈল্য-চিকিৎসা বিভাগ
  • শরীরতত্ব বিভাগ
  • স্ত্রীরোগ এবং প্রসূতি বিভাগ
  • স্নায়ুরোগ বিভাগ

অন্তৰ্ভুক্ত বিশ্ববিদ্যালয় :

তথ্যসূত্র সম্পাদনা

  1. tmcassam.org/contact.php "affiliations" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)। সংগ্রহের তারিখ আগস্ট ২০, ২০১২ 

বহিঃসংযোগ সম্পাদনা