তুইরিয়াল নদী

ভারতের নদী

সোনাই নদী বা তুইরিয়াল উত্তর-পূর্ব ভারতের মিজোরাম এবং আসামের একটি নদী। এটি বরাক নদীর একটি শাখা নদী। এই নদীটি সোনাই নামেও পরিচিত। এটি কাছার জেলার দিকে উত্তরে প্রবাহিত হয়ে সোনাই শহরের নিকটবর্তী ডুঙ্গিপার গ্রামে বরাক নদীর সাথে মিলিত হয়েছে।[১] এই নদীর উপর তুইরিয়াল বাঁধ তৈরি করা হয়েছে।

সোনাই নদী
তুইরিয়াল
অবস্থান
দেশভারত
রাজ্যমিজোরাম, আসাম
শহরআইজল, লুংলেই, সোনাই
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • উচ্চতা১,৩৯৮ মিটার (৪,৫৮৭ ফুট)
মোহনা 
 • অবস্থান
চউইলুং পাহাড়
দৈর্ঘ্য১১৭ কিলোমিটার (৭৩ মাইল)
অববাহিকার বৈশিষ্ট্য
উপনদী 
 • বামেতুইরিনি

ভূগোল সম্পাদনা

নদীটি প্রায় ১১৭ কিলোমিটার (৭৩ মাইল) দীর্ঘ। এটি আইজল জেলার চউইলুং পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এটি উত্তর দিকে প্রবাহিত হয়ে আসামের বরাক নদীতে মিলিত হয়েছে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Lalhriatpuii (২০১০)। Economic Participation of Women in Mizoram (ইংরেজি ভাষায়)। কনসেপ্ট পাবলিশিং কোম্পানি। পৃষ্ঠা ১১। আইএসবিএন 978-81-8069-665-7। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১২ 
  2. Pachuau, Rintluanga (২০০৯)। Mizoram: A Study in Comprehensive Geography (ইংরেজি ভাষায়)। নর্দান বুক সেন্টার। পৃষ্ঠা ৩৮।