তালপাতার সিপাই শিশু মনের চিত্তাকর্ষক খেলনা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়[১] এই খেলনা উদ্ভাব। অতীতের জনপ্রিয় এই খেলনাটি অধুনা বিলুপ্তপ্রায়। মূলত আজও মেলায় দেখা যায়।[১][২]

তালপাতার সেপাই
বীরভূমের বাজারে তালপাতার পুতুল বিক্রি হচ্ছে
উৎপত্তিস্থলবর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত
উপাদানতালপাতা
আকৃতিমনুষ্য মূর্তি, যোদ্ধা
উচ্চতা৬ ইঞ্চি
রংহলদেটে সবুজ
স্টাইলবাংলার লৌকিক শিল্প ঘরানা
ব্যবহারঘর সাজানো, বাচ্চাদের খেলনা
প্রকারভেদসাহেব ও মেম
প্রস্তুতকারীমদন দত্ত
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গুসকরায় তৈরি তালপাতার সিপাই
তালপাতার সিপাই

গঠন সম্পাদনা

 
তালপাতার পুতুল

তালপাতাকে ছোটো ছোটো করে কেটে মানুষের দেহের নানা অংশ বানিয়ে সুতো দিয়ে জুড়ে দেওয়া হয়। এর ভিতরে বাঁশের কঞ্চি আটকানো থাকে। বাঁশের কঞ্চি এমন ভাবে আটকানো হয় যাতে ঘোরানোর সাথে সাথে হাত পা নড়তে থাকে।[১]

ভিন্নতা ও পরীক্ষা সম্পাদনা

বর্ধমানের মদন দত্ত তালপাতার পুতুল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। তার পুতুলের একদিকে নারী অন্য দিকে পুরুষ। তিনি একে সাহেব ও মেম বলেন। বর্তমানে তিনি তাল পাতার জন্তু জানোয়ারেরও পুতুল তৈরী করছেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. বিশ্ব বাংলা। বাংলার পুতুল (পিডিএফ)। বিশ্ব বাংলা। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. তারাপদ সাঁতারা (ডিসেম্বর, ২০০০)। পশ্চিমবঙ্গের লোকশিল্প ও শিল্পী সমাজ। কলকাতা: লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)