তারিক উল হাকিম হলেন একজন বাংলাদেশী বিচারক। তিনি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২]

তারিক উল হাকিম
বিচারপতি হাইকোর্ট বিভাগ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫৩-০৯-২০)২০ সেপ্টেম্বর ১৯৫৩
জাতীয়তা বাংলাদেশ
দাম্পত্য সঙ্গীঅ্যাড. নাসিমা হাকিম
সন্তানরাইসা ফাবিয়া, তানসিথা হাকিম. ওয়ারিস হাকিম
পিতামাতামাকসুম উল হাকিম (পিতা)
নাছিমা হাকিম (মা)
জীবিকাবিচারক

প্রারম্ভিক জীবন ও শিক্ষা সম্পাদনা

বিচারক তারিকুল উল হাকিম খুলনা জেলায় বিচারক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন কূটনীতিক ও তৃতীয় প্রজন্মের হাইকোর্টের বিচারক। তার বাবা মাকসুম উল হাকিম ছিলেন সাবেক হাইকমিশনার ও বাংলাদেশের বিচারক। এছাড়া তার দাদা আমিন আহমদ ছিলেন পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি।

হাকিম যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আইনি পেশায় কাজের জন্য তাকে ইংল্যান্ডের ওয়েলসে বারে ডাকা হয়।


তথ্যসূত্র সম্পাদনা

  1. "Judges' List : High Court Division"Supreme Court of Bangladesh। ৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৬ 
  2. Rashid, Harun ur (২১ অক্টোবর ২০০৫)। "An impressive record of public service"The Daily Star (Bangladesh)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৬