তারকাঁটা

২০১৪-এর চলচ্চিত্র

তারকাঁটা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ২০১৪ সালের বাংলাদেশী মারপিঠধর্মী অপরাধমূলক চলচ্চিত্র। আরেফিন শুভ, বিদ্যা সিনহা সাহা মীম এবং মৌসুমী এই চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয় করেন। চলচ্চিত্রটি প্রযোজনা করেন শুকলা বানিক এবং পরিবেশনা ছিল জাজ মাল্টিমিডিয়া[১] এটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তৃতীয় চলচ্চিত্র।[২]

তারকাঁটা
পরিচালকমুহাম্মদ মোস্তফা কামাল রাজ
প্রযোজকশুকলা বানিক
রচয়িতামুহাম্মদ মোস্তফা কামাল রাজ
শ্রেষ্ঠাংশেআরেফিন শুভ
বিদ্যা সিনহা সাহা মীম
মৌসুমী
সুরকারআরেফিন রুমি
প্রযোজনা
কোম্পানি
পিং পং এন্টারটেইনমেন্ট
পরিবেশকজাজ মাল্টিমিডিয়া
মুক্তিমে ২০১৪
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়৳ ৩৫ লাখ

অভিনয় সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

তারকাঁটা
 
কর্তৃক চলচ্চিত্রের গান
মুক্তির তারিখ১০ ফেব্রুয়ারি ২০১৪
শব্দধারণের সময়২০১৪
ঘরানাচলচ্চিত্রের গান
সঙ্গীত প্রকাশনীলেসার ভিশন
প্রযোজকপিং পং এন্টারটেইনমেন্ট

তারকাঁটার সঙ্গীত আরেফিন রুমি কর্তৃক প্রযোজিত এবং লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছিল।[৪]

গানের নাম গায়ক
০১. তারকাঁটা দিলশাদ নাহার কনা, পারভেজ
০২. বন্ধন সুনিধি চৌহান
০৩.ঘাগরা মমতা শর্মা
০৪. জলসা ঘর পালক মুছ্হাল
০৫. আমি তুমি আরেফিন রুমি, পূজা
০৬. তুমিহীনা আরেফিন রুমি, নাওমি
০৭.নয়ন মনি আরেফিন রুমি, বেবি নাজনীন
০৮. তুমিহীনা (রিপরাইস) লিজা, আরেফিন রুমি
০৯. জলসা ঘর (সংস্করণ ২) আরেফিন রুমি
১০. বন্ধন (মেইল সংস্করণ) আরেফিন রুমি
১১. তুমিহীনা (সংস্করণ ৩) আরেফিন রুমি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'তারকাঁটা'য় মৌসুমী, শুভ ও মীম"প্রথম আলো। ২৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪ 
  2. "তারকাঁটা'য় মমতা শর্মা"দৈনিক মানব জমিন। ২৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪ 
  3. "তারকাঁটায় আরফিন শুভ"ঢাকা টাইমস ২৪। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪ 
  4. "বিশ্বজিৎকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র"banglanews24.com। ২৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা