তাপস দাস

ভারতীয় সঙ্গীতশিল্পী ও মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের প্রাক্তন সদস্য

তাপস বাপি দাস (২২ সেপ্টেম্বর ১৯৫৪–২৫ জুন ২০২৩) ছিলেন একজন ভারতীয় গায়ক-গীতিকার, গিটারবাদক এবং সঙ্গীতজ্ঞ।[১] তিনি ১৯৭৫ সালে কলকাতায় প্রতিষ্ঠিত বাংলা রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন।[২] তার অনন্যতার কারণে তাকে 'মহীনের আদি ঘোড়া' সম্বোধন করা হতো।[৩]

তাপস দাস (বাপি)
২০২০ সালে তাপস দাস
২০২০ সালে তাপস দাস
প্রাথমিক তথ্য
জন্মনামতাপস দাস
উপনামবাপি
জন্ম(১৯৫৪-০৯-২২)২২ সেপ্টেম্বর ১৯৫৪
কলকাতা পশ্চিমবঙ্গ
উদ্ভবকলকাতা
মৃত্যু২৫ জুন ২০২৩(2023-06-25) (বয়স ৬৮)
ধরনফোক-রক
পেশা
  • গায়ক-গীতিকার
  • গিটারবাদক
  • সঙ্গীতজ্ঞ
কার্যকাল১৯৭৪–২০২৩
দাম্পত্যসঙ্গীসুতপা দাস

প্রারম্ভিক জীবন সম্পাদনা

তাপস দাস ১৯৫৪ সালের ২২ সেপ্টেম্বর একটি সাধারণ বাঙালি পরিবারে নারায়ণ চন্দ্র দাস এবং জ্যোৎস্না দাসের চতুর্থ পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। ছোট বয়স থেকেই বাপির সঙ্গীত জগতের যাত্রা শুরু হয়। সুরের ক্ষেত্রে তার পছন্দ বৈচিত্র্যময়। তিনি তার মা, জ্যোৎস্না দাসকে তার প্রথম গুরু বা শিক্ষক হিসাবে বিবেচনা করেন। স্ব-শিক্ষিত গিটারবাদক বাপি, তার কলেজ জীবনে এই ছয় তারের যন্ত্রের সাথে সখ্যতা তৈরি করেন। ১৯৭৫ সালে, গৌতম চট্টোপাধ্যায়, প্রদীপ চ্যাটার্জি, রঞ্জন ঘোষাল, বিশ্বনাথ চট্টোপাধ্যায়, এব্রাহাম মজুমদার এবং তপেশ বন্দোপাধ্যায়ের সাথে বাপি প্রথম বাংলা রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির অংশ হন।[৪]

২০১৫ সালে, বাপি মহীন এখন ও বন্ধুরা নামে একটি বাংলা ব্যান্ড গঠন করেন। একই বছরের ৬ অক্টোবর, তিনি লগ্নজিতা চক্রবর্তী, মালবিকা ব্রহ্মা এবং তিতাস ভ্রমর সেনের সাথে মহীন এখন ও বন্ধুরা নামে একটি ইপি অ্যালবাম প্রকাশ করেন।[৫][৬] অ্যালবামটিতে পাঁচটি গান এবং মহীনের ঘোড়াগুলির প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনকারী একটি অ্যালবাম রয়েছে।

মৃত্যু সম্পাদনা

তাপস ২৫ জুন ২০২৩ সালে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।[৭] মৃত্যুর পূর্বে ৩ জানুয়ারি ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এসএসকেএমে ভর্তি করা হয়েছিল তাকে।[৮] তিনি মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের জীবিত শেষ সদস্য ছিলেন।[৯]

ডিস্কোগ্রাফি সম্পাদনা

মহীনের ঘোড়াগুলি অ্যালবাম সম্পাদনা

অন্যান্য সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Pattanayak, Oishi (২০১৭-০৯-০৭)। "Incredible Journey"The Statesman (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৪ 
  2. Datta, Shantanu (২২ সেপ্টেম্বর ২০২১)। "Mohin's friends are still crazy after all these years"The Telegraph (India)। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২১ 
  3. "বন্ধুর হেঁশেলের ঠিকানা খুঁজে নিতে 'মহীন এখন ও বন্ধুরা'র জন্মদিনে মুক্তি পেল 'বনপাখি'!"dailynewsreel.in। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২ 
  4. Dhar, Arshia (২০ ডিসেম্বর ২০২০)। "Remembering Moheener Ghoraguli, India's first rock band from Kolkata whose legacy thrives in resistance"Firstpost। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২১ 
  5. Sholoana Bangaliana (নভেম্বর ৩, ২০১৫)। "Bengali Audio Music Album "Mohin Ekhon O Bondhura" Carrying Forward the Legacy of Mohiner Ghoraguli"sholoanabangaliana.in। Sholo Ana Bangaliana। অক্টোবর ১৬, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৬, ২০১৭ 
  6. "উৎসবের মরশুমে ফিরে এল মহীনের নস্ট্যালজিয়া"News18.com। অক্টোবর ২০, ২০১৫। অক্টোবর ১৬, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৬, ২০১৭ 
  7. সংবাদদাতা, আনন্দবাজার অনলাইন। "প্রয়াত 'মহীনের ঘোড়াগুলি'র বাপিদা, ক্যানসার আক্রান্ত শিল্পী ভর্তি ছিলেন এসএসকেএমে"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৫ 
  8. "Mohiner Ghoraguli, Tapas Bapi Das: এক যুগের অবসান, প্রয়াত 'মহীনের' শেষ ঘোড়া বাপিদা!"Zee24Ghanta.com। ২০২৩-০৬-২৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৫ 
  9. "সুরের জগৎকে পিছনে রেখে বিদায় নিলেন 'মহীনের ঘোড়াগুলি'র বাপি'দা"Hindustantimes Bangla। ২০২৩-০৬-২৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৫ 

বহিঃসংযোগ সম্পাদনা