তপন ঘোষ

হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা

তপন ঘোষ (১১ মে ১৯৫৩ - ১২ জুলাই ২০২০) ভারতের পশ্চিমবঙ্গের একজন হিন্দু জাতীয়তাবাদী নেতা এবং হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা।[১] শুরুতে তিনি আরএসএসের সদস্য হিসেবে তার কর্মজীবন শুরু করেন, পরে তিনি হিন্দু সংহতি নামে একটি নিজস্ব সংগঠন গঠন করেন।

তপন ঘোষ
জন্ম
তপন গঙ্গাধর ঘোষ

১১ মে ১৯৫৩
মৃত্যু১২ জুলাই ২০২০(2020-07-12) (বয়স ৬৭)
কলকাতা, ভারত
শিক্ষাপদার্থবিজ্ঞান (স্নাতক)
মাতৃশিক্ষায়তনকলকাতা বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণহিন্দু সংহতির প্রতিষ্ঠাতা

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

তপন ঘোষ ১১ মে ১৯৫৩ সালে[তথ্যসূত্র প্রয়োজন] পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের দক্ষিণখণ্ডে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শ্রী গঙ্গাধর ঘোষ এবং মাতার নাম শ্রীমতী অনিমা ঘোষ। তাঁরা দুই বোন এক ভাই। তিনি কখনও বিয়ে করেনি।[২]

১৩ বছর বয়সে, তিনি আরএসএসের সাথে জড়িত হন। স্কুল শেষ করার পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হয়ে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তিনি 'বুদ্ধ অমরনাথ যাত্রা'-র (রাজৌরী) একটি বিশাল প্রতিনিধি দলের নেতৃত্ব দিতেন।[৩]

দিল্লী, কাশ্মীর, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামসহ ভারতের বিভিন্ন স্থানে তিনি আরএসএস প্রচারক হিসাবে ভ্রমণ করেছিলেন।[৩]

হিন্দু সংহতি গঠন সম্পাদনা

আরএসএসের সদস্য হিসাবে তিন দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করার পরে, তিনি অনুভব করেছিলেন যে তাঁর লক্ষ্য পূরণের জন্য নতুন সংস্থা গঠনের সময় এসেছে। তপন ঘোষ তাঁর অনুসারীদের নিয়ে ১৪ই ফেব্রুয়ারি ২০০৮ সালে হিন্দু সংহতি প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দু সংহতির প্রাথমিক কার্য অঞ্চল ছিল পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ডত্রিপুরা[৪]

তিনি এবং তার সংস্থা তার রাজ্যে ঘর ওয়াপসি কর্মসূচিতেও সক্রিয় ছিলেন এবং অন্যান্য কার্যকলাপের জন্যও তাকে গ্রেপ্তার করা হয়েছে।[৫]

বিদেশী আমন্ত্রণ সম্পাদনা

ব্রিটিশ সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান তাকে যুক্তরাজ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। যেখানে ঘোষ ওয়েস্টমিনিস্টারে একটি সংসদ কমিটির কক্ষে বাঙালি হিন্দুদের দুর্দশা এবং উগ্র ইসলামের বিপদ সম্পর্কে ভাষণ দিয়েছিলেন।[৬]

বিভিন্ন সংগঠনের আমন্ত্রণে (হিন্দু কংগ্রেস অব আমেরিকা, ইন্দো-মার্কিন বুদ্ধিজীবী ফোরাম এবং অন্যান্য) মার্কিন যুক্তরাষ্ট্রইসরায়েলে গিয়ে বক্তৃতা এবং সাক্ষাৎকার দিয়েছিলেন।[৭][৮]

মৃত্যু সম্পাদনা

২০২০ সালের জুনের শেষের দিকে, তিনি কোভিড-১৯ দ্বারা সংক্রামিত হন । ২০২০ সালের ১২ জুলাই, হাসপাতালে ১৫ দিন অতিবাহিত করার পর ৬৭ বছর বয়সে মারা যান।[৯]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "About Us"hindusamhati.net। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৭ 
  2. "Kolkata: Hindu Samhati founder Tapan Ghosh succumbs to coronavirus"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪ 
  3. Dutta, Priyadarshi (২০২০-০৭-১৩)। "The man who triggered Hindu resurgence in West Bengal"The Daily Guardian (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪ 
  4. "Hindu Samhati Silchar plans a massive rally on Mahalaya morning; To demonstrate in a detention camp-replica"Barak Bulletin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৭ 
  5. "Arrested Hindu Samhati leader Tapan Ghosh sent to police custody till February 17"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০২ 
  6. "Bengal-based Hindutva leader's speech in British Parliament draws ire"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-২৬। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৬ 
  7. ইউটিউবে Tapan Ghosh, Hindu Samhati
  8. "In Calcutta, tens of thousands at pro-Israel rally by far-right Hindu movement"The Times of Israel। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৬ 
  9. চ্যাটার্জি, তন্ময় (১২ জুলাই ২০২০)। "করোনায় মৃত্যু হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষের"হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা