ডেভিড লসন জ্যাক একজন ব্রিটিশ বাগান ইতিহাসবিদ। তিনি ভূ-দৃশ্য সংরক্ষণ এবং ১৭ ও ১৮ শতকের বাগানের ইতিহাসে বিশেষজ্ঞ। [১]

জ্যাকসকে বাগানের ইতিহাস এবং সংরক্ষণে পরিষেবার জন্য ২০২২ সালের জন্মদিনের সম্মানে অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার অফিসার নিযুক্ত করা হয়েছিল। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "David Jacques"Institute of Historical Research 
  2. "নং. 63714"দ্যা লন্ডন গেজেট (সম্পূরক) (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০২২।