ডাবলিন মসজিদ আয়ারল্যান্ডের ডাবলিন শহরে অবস্থিত একটি মসজিদ। এটি ডাবলিনের দক্ষিণ সার্কুলার সড়কের পাশে অবস্থিত। এটিই হল আয়ারল্যান্ড ইসলামী ফাউন্ডেশনের সদর দফতর।

ডাবলিন মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানডাবলিন,  আয়ারল্যান্ড
স্থানাঙ্ক৫৩°১৯′৫৩″ উত্তর ৬°১৬′৫৭″ পশ্চিম / ৫৩.৩৩১৩৯° উত্তর ৬.২৮২৫০° পশ্চিম / 53.33139; -6.28250
স্থাপত্য
ধরনগির্জা
স্থাপত্য শৈলীরোমানেস্ক
সম্পূর্ণ হয়১৮৮৪ (১৯৮৩ সালে রূপান্তর)
বিনির্দেশ
ধারণক্ষমতা৫০০
গম্বুজসমূহ
মিনার
ওয়েবসাইট
islaminireland.com

মসজিদের আগে এখানে একটি গির্জা ছিল। ১৩শ শতাব্দীর ইংরেজ গির্জার শৈলীতে ১৮৬০-এর দশকে ডোনোর প্রেসবিটারীয় গির্জাটি নির্মিত হয়।[১] ১৯৮৩ সালে দক্ষিণ সার্কুলার সড়কের এই ভবনটি আয়ারল্যান্ড ইসলামী ফাউন্ডেশন কিনে নেয় ও মসজিদে রূপান্তরিত করে।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Marist Fathers - Society of Mary in Ireland"। ২০০৯-০৫-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১১ 

বহিঃসংযোগ সম্পাদনা