ট্যাটুম ওনিল

মার্কিন অভিনেত্রী

ট্যাটুম বিয়াট্রিচ ওনিল (ইংরেজি: Tatum Beatrice O'Neal; জন্ম: ৫ নভেম্বর ১৯৬৩)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী ও লেখিকা। তিনি প্রতিযোগিতামূলক একাডেমি পুরস্কার জয়ী কনিষ্ঠতম ব্যক্তি,[২] ১৯৭৪ সালে পেপার মুন চলচ্চিত্রে অ্যাডি লগিন্স চরিত্রে তার কাজের জন্য তিনি মাত্র দশ বছর বয়সে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার জয় করেন।[৩] এছাড়া তিনি কিশোরী বয়সে দ্য ব্যাড নিউজ বেয়ারস (১৯৭৬), নিকেলোডেন (১৯৭৬), এবং লিটন ডার্লিংস (১৯৮০) চলচ্চিত্রে অভিনয় করেন।

ট্যাটুম ওনিল
Tatum O'Neal
২০১৪ সালের নভেম্বরে ওনিল
জন্ম
ট্যাটুম বিয়াট্রিচ ওনিল

(1963-11-05) ৫ নভেম্বর ১৯৬৩ (বয়স ৬০)
পেশাঅভিনেত্রী, লেখিকা
কর্মজীবন১৯৭৩-বর্তমান
দাম্পত্য সঙ্গীজন ম্যাকএনরো (বি. ১৯৮৬–১৯৯৪)
সন্তান
পিতা-মাতারায়ান ওনিল (পিতা)
জোয়ানা মুর (মাতা)
আত্মীয়গ্রিফিন ওনিল (সৎ ভাই)
প্যাট্রিক ওনিল (সৎ ভাই)

পরবর্তীকালে তিনি সেক্স অ্যান্ড দ্য সিটি, এইট সিম্পল রুলসল অ্যান্ড অর্ডার: ক্রিমিনাল ইনটেন্ট টিভি ধারাবাহিকে অভিনয় করেন। ২০০৬ থেকে ২০০৭ সালে তিনি মাই নেটওয়ার্কের টিভি ধারাবাহিক উইকড উইকড গেমস-এ ব্লিদ হান্টার চরিত্রে অভিনয় করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tatum O'Neal Biography (1963-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৮ 
  2. সমারস, জেফ্রি (১৯ এপ্রিল ২০১৮)। "Biography of Tatum O'Neal, Youngest Oscar Winner Ever"থট কো.। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৮ 
  3. হান্ট, স্ট্যাসি উইলসন (২৭ ফেব্রুয়ারি ২০১৪)। "Tatum O'Neal Remembers Her 1974 Oscar Win, Shares Advice for Jennifer Lawrence (Q&A)"দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা