টোক ইউনিয়ন

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার একটি ইউনিয়ন

টোক ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

টোক
ইউনিয়ন
৩নং টোক ইউনিয়ন পরিষদ
টোক ঢাকা বিভাগ-এ অবস্থিত
টোক
টোক
টোক বাংলাদেশ-এ অবস্থিত
টোক
টোক
বাংলাদেশে টোক ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৪′৪৫″ উত্তর ৯০°৩৮′৫৩″ পূর্ব / ২৪.২৪৫৮৩° উত্তর ৯০.৬৪৮০৬° পূর্ব / 24.24583; 90.64806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগাজীপুর জেলা
উপজেলাকাপাসিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউপি ভবন স্থাপনকাল১৯৮১ ইং
আয়তন
 • মোট৩৮.৩৫ বর্গকিমি (১৪.৮১ বর্গমাইল)
জনসংখ্যা (৩৭,৬৬৯)
 • মোট৪০,৭৩৫
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৭৪৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান সম্পাদনা

পূর্ব - দক্ষিণ দিকে ব্রম্মপুত্র নদীর শেষ সীমানা পর্যন্ত। উত্তর দিকে মঠখোলা বাজার এর আগে অব্দি। পশ্চিমে বরমী বাজার দক্ষিণ - পশ্চিমে বারিষাব ইউনিয়ন। টোক ইউনিয়নের ৩(তিন) দিকে (শীতলক্ষ্যা, ব্রক্ষ্মপুত্র ও পুরাতন ব্রক্ষ্মপুত্র) ঘিরে রেখেছে ১(এক) দিকে বারিষাব ইউনিয়ন

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা

  • কলেজ (১)
  • প্রাথমিক বিদ্যালয় (১৬)
  • মাধ্যমিক বিদ্যালয় (৭)

কলেজ সম্পাদনা

  1. শরীফ মোমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ

মাধ্যমিক বিদ্যালয় সম্পাদনা

  1. বীর উজলী উচ্চ বিদ্যালয়
  2. ডুমদিয়া উচ্চ বিদ্যালয়
  3. টোক সরজুবালা উচ্চ বালিকা বিদ্যালয়
  4. টোক রনেন্দ্র উচ্চ বিদ্যালয়
  5. উলুসারা আ: কাদির ভূঞা উচ্চ বিদ্যালয়
  6. আড়ালিয়া উচ্চ বিদ্যলয়
  7. পাঁচুয়া উচ্চ বিদ্যালয়

মাদ্রাসা সম্পাদনা

  1. বড়চালা আমির উদ্দিন দাখিল মাদ্রাসা
  2. উজলী দিঘীর পাড় জে: ইউ: আলিম মাদ্রাসা
  3. বীরউজলী ইব্রাহীম মুন্সী বালিকা দাখিল মাদ্রাসা
  4. আড়ালিয়া বালিকা দাখিল মাদ্রাসা
  5. পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা
  6. আড়ালিয়া কেরামতিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা
  7. দিঘাব অামজাদিয়া ফাজিল মাদ্রাসা
  8. টোক নগর দারুল হাদীস আলিম মাদ্রাসা
  9. দিঘাব আমানউল্লাহ বালিকা দাখিল মাদ্রাসা।

হাট বাজারের তালিকা সম্পাদনা

ইজারাভুক্ত হাট বাজারের তালিকা: সম্পাদনা

  1. বীর উজলী বাজার
  2. টোক নয়ন বাজার
  3. উজলী দিঘীর পাড় বাজার
  4. উলুসারা বাজার
  5. আড়ালিয়া বাজার

বেসরকারী হাটবাজার: সম্পাদনা

  1. ভেংগুরদী বাজার
  2. ঘোষেরকান্দী বাজার
  3. টোক নগর হাট
  4. পাঁচুয়া বাজার
  5. ডুমদিয়া বাজার
  6. দিঘাব
  7. গঙ্গার বাজার

দর্শনীয় স্থান সম্পাদনা

  • সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদ
  • বানার সেতু।

ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদনা

টোক ইউনিয়নে ৫৯ টি মসজিদ আছে।

অর্থনীতি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা