টেমপ্লেট আলোচনা:খালি

সাম্প্রতিক মন্তব্য: Bellayet কর্তৃক ১৩ বছর পূর্বে "সংক্ষিপ্ত নিবন্ধ" অনুচ্ছেদে

This is a much better idea. We can also add a stipulation that if an article remains empty within x months of adding this template, the article will be deleted. --অর্ণব (আলাপ | অবদান) ০১:৫২, ২০ আগস্ট ২০০৮ (UTC)

সংক্ষিপ্ত নিবন্ধ সম্পাদনা

তানভির, সংক্ষিপ্ত নিবন্ধগুলোতে ট্যাগ দেওয়া জন্য, একটি আলাদা টেম্পলেট তৈরি করে নিলে ভাল হয়। কারণ সংক্ষিপ্ত নিবন্ধে খালি ট্যাগ দেখে অনেকেই ভড়কে যায়, আবার কনফিউজ হয়ে পরে। খালি টেম্পলেটের একই আদলে স্বয়ংক্রিয় তারিখ ব্যবস্থা দিয়ে সংক্ষিপ্ত নিবন্ধের জন্য আলাদা টেম্পলেট করেন। তাতে ১০ দিনের এবং ১২০০ শব্দের কথাও উল্লেখ করে দিবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:২৮, ১২ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

এগুলো আসলে সংক্ষিপ্ত নিবন্ধ নয়, খালিই (উদাহরণস্বরূপ, ট্যাগ লাগানো গত নিবন্ধটায় ছিলো মাত্র এক লাইন!)। নিবন্ধগুলোত কয়েক লাইন থাকলেই শুধু ট্যাগ লাগানো হয়। তাই ঠিক করছি খালি ট্যাগটাতেই এটা লাগাবো। কথাগুলো সেখানেই যোগ করে দেবো। শীঘ্রই কাজ শুরু করছি। ধন্যবাদ জানানোর জন্য। — তানভিরআলাপ০৩:৪২, ১২ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
হ্রস্ব নিবন্ধ-ও সম্পূর্ণ হতে পারে, আবার দীর্ঘ নিবন্ধ-ও অসম্পূর্ণ থেকে যেতে পারে। সুতরাং দৈর্ঘ একটি নিবন্ধের সম্পূর্ণতা পরিমাপের প্রধান নিয়ামক নয়। দৈর্ঘ-নির্বিশেষে দেখা দরকার ন্যূনতম তথ্য আছে কি-না ; বা নিবন্ধটি সহজে সম্প্রসারণযোগ্য কি-না। ন্যূনতম তথ্য যদি না-থাকে তবে (expand) ফলকটি ঊর্ধে স্থাপন করা যথেষ্ট, নতুন ফলক প্রণয়নের আবশ্যকতা দেখছি না। - Faizul Latif Chowdhury (আলাপ) ০৪:১৮, ১২ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
কথা সত্য। দৈর্ঘ সম্পূর্ণতা পরিমাপের একক নয়, এবং সে চেষ্টা করাও হচ্ছে না। চেষ্টা হচ্ছে খালি নিবন্ধকে অসম্পূর্ণ নিবন্ধের স্তরে নিয়ে যাওয়ার। আর খালি ট্যাগ লাগানো হচ্ছে সেসকল নিবন্ধে, যেখানে পর্যাপ্ত লেখার উৎস থাকা সত্বেও সেখানে কয়েকটা লাইন মাত্র লেখা রয়েছে। এটা সত্যিই লজ্জাকর যখন পাঠক একটি জানা বিষয়ে এসে খুব কম জানার মতো তথ্য পায়। অতীতে আমাদের এরকম অনেক নিবন্ধ তৈরি হয়েছিলো, যা আমাদের এখনও ভাবায়। ভবিষ্যতে এর প্রকোপ ঠেকানোর জন্যই এই কঠোরতা। — তানভিরআলাপ০৪:২৫, ১২ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

এটা ঠিক যে ছোট নিবন্ধও সম্পূর্ণ হতে পারে। তবে নিবন্ধ সৃষ্টির সময় নিবন্ধদাতার এমনটা অনুশীলন করা উচিত, যদি পর্যাপ্ত পরিমাণ তথ্য পাওয়া না যায় তাহলে, চেষ্টা করতে হবে এ তথ্যটুকু ঐ নিবন্ধ সম্পর্কিত অন্য কোন নিবন্ধ পাতায় যোগ করা যায় কিনা। চেষ্টা করতে হবে অন্য নিবন্ধের অনুচ্ছেদ হিসেবে তথ্য যোগ শুরু করা। যখন ঐ অনুচ্ছেদ যথেষ্ট বড় হবে এবং তা একটি আলাদা নিবন্ধ হওয়ার মত পর্যাপ্ত তথ্য তৈরি হবে তখনই নতুন নিবন্ধ তৈরি করা উচিত। তবে এটাও ঠিক যে এ অনুশীলন সব বিষয়ের নিবন্ধের জন্য খাটে না। আবার প্রশ্ন হতে পারে এ ধরনের ব্যাপারগুলো সম্পর্কে অবদানকারীরা কিভাবে জানবে, এর জন্য চাই অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম, ওয়ার্কশপ ইত্যাদি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:৩০, ১২ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

"খালি" পাতায় ফেরত যান।