টেমপ্লেট আলোচনা:আজকের নির্বাচিত ছবি/১৫ ফেব্রুয়ারি ২০২৩

বাংলা উইকিপিডিয়ায় আপনাদের প্রকল্পের প্রচারণায় আমার আপত্তি রয়েছে সম্পাদনা

@Ifteebd10, বাংলা উইকিপিডিয়া তো "নর্দমা", তাহলে এই নর্দমায় কেন আপনাদের প্রকল্পের ছবি যোগ করছেন? এটি কি আপনাদের দল ও প্রকল্পের ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে করছেন? (অতীতে নানা আলোচনায় আপনারা স্পষ্ট করে বলেছিলেন আপনারা আপনাদের প্রকল্প প্রচারণা ও ব্র্যান্ডিং করবেন।)

যে দলের লোকজন বাংলা উইকিপিডিয়াকে নর্দমা বলে ও সরাসরি জানিয়ে দেয় বাংলা উইকিপিডিয়ায় কাজ করতে ইচ্ছুক না, আমি বাংলা উইকিপিডিয়ায় এমনদের প্রকল্পের ব্র্যান্ডিংয়ে আপত্তি জানাচ্ছি, হোক সেই ছবিটি বাংলাদেশের।

আমি সেইদিনই আপনাদের সমর্থন করব যেদিন আপনারা, আপনাদের দল বাংলাকে গুরুত্ব দিবে, বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত অবদান রাখবেন,, অনলাইন-অফলাইনে উইকি সম্পর্কিত কোনকিছু আয়োজন করলে তা বাংলায় করবে (স্লাইড, ব্যানার, ফরম থেকে শুরু করে যাবতীয় উপকরণ বাংলায় দিবে)। এই যে আপনারা ছবি আপলোড করছে, ৯৯.৯৯% ছবিতে বাংলা বিবরণ নেই, অথচ আপলোডের সময় এই অংশে ক্লিক করে বিবরণ যোগ করা যায়, এমনকি আপলোডের পরেও, যদিও আজ পর্যন্ত যোগের কোনও উদ্যোগও দেখিনি। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"আজকের নির্বাচিত ছবি/১৫ ফেব্রুয়ারি ২০২৩" পাতায় ফেরত যান।