টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১০ জানুয়ারি ২০২০


ভারতের উত্তর প্রদেশর আগ্রায় অবস্থিত লালকেল্লা নির্মাণ করেছিলান মোঘল সম্রাট আকবর ১৫৫৮ হতে ১৫৭৪ সময়কালে। এর ইটনির্মিত প্রাথমিক কাঠামোর ওপর পিঙ্ক রঙের বেলেপাথর বসানো আছে। ছবিটি তুলেছেন সাভিন, যা উইকিমিডিয়া কমন্সে সিসি বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।