টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের টাঙ্গাইল জেলার একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ১৯৯১ সালে স্থাপিত হয়।

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট
লোগো
নীতিবাক্যপ্রযুক্তিই প্রগতি
ধরনসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট
স্থাপিত১৯৯১
অধ্যক্ষমোঃ মোশাররফ হোসেন
অবস্থান,
২৪°১৬′৩৩″ উত্তর ৮৯°৫৫′১৭″ পূর্ব / ২৪.২৭৫৭৬৮° উত্তর ৮৯.৯২১২৫৬° পূর্ব / 24.275768; 89.921256
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামটিপিআই
অধিভুক্তিবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
ওয়েবসাইটwww.tpi.gov.bd
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

এটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম বর্ষে মাত্র ৪০ জন ছাত্র-ছাত্রী নিয়ে ক্লাস শুরু হয় ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পরবর্তীতে এখানে আরো ৬টি কোর্স চালু করা হয়। বর্তমানে মোট ৭টি টেকনোলজি নিয়ে চলছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট। [১]

চিত্রশালা সম্পাদনা

 
টাংগাইল পলিটেকনিক ইনস্টিটিউট এর শহীদ মিনার

অবস্থান সম্পাদনা

উক্ত প্রতিষ্ঠানটি টাংগাইল এর নতুন বাসস্ট্যান্ড নামক জায়গা থেকে উত্তরে হেটে ৫ মিনিট দুরত্বে অবস্থিত।

বিভাগসমূহ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

১.http://www.tpi.gov.bd/?p=about-us

ছাত্রাবাস সম্পাদনা

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রদের জন্য ১টি এবং ছাত্রীদের জন্য ১টি আবাসিক ছাত্রাবাস রয়েছে।

বহিঃসংযোগ সম্পাদনা