টনকী ইউনিয়ন

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার একটি ইউনিয়ন

টনকী বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার একটি ইউনিয়ন

টনকী
ইউনিয়ন
২২নং টনকী ইউনিয়ন পরিষদ
টনকী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
টনকী
টনকী
টনকী বাংলাদেশ-এ অবস্থিত
টনকী
টনকী
বাংলাদেশে টনকী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪০′৪১″ উত্তর ৯০°৫৯′৭″ পূর্ব / ২৩.৬৭৮০৬° উত্তর ৯০.৯৮৫২৮° পূর্ব / 23.67806; 90.98528 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলামুরাদনগর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৪৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

২০১১ সাল অনুযায়ী ০১| আয়তন : ২৩.৩১ বর্গ মাইল বা , ৫৯.৯০ বর্গ কিলোমিটার।

০২। সীমানা : উত্তরে - চাপিতলা ইউনিয়ন , দক্ষিনে - বাখরনগর , পূর্বে - বুড়ী নদী , পশ্চিমে - যাত্রাপুর ইউনিয়ন।

জনসংখ্যা সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

অবস্থান ও সীমানা সম্পাদনা

মুরাদনগর উপজেলার পূর্বাংশে টনকী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে পূর্বধইর পশ্চিম ইউনিয়নচাপিতলা ইউনিয়ন, পশ্চিমে যাত্রাপুর ইউনিয়ন, দক্ষিণে নবীপুর পূর্ব ইউনিয়ন এবং পূর্বে দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নইউসুফপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

টনকী ইউনিয়ন মুরাদনগর উপজেলার আওতাধীন ২২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঙ্গরাবাজার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫১নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৩ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজ। টনকী হানিফ সরকার উচ্চ বিদ্যালয়। জামেয়া গাউছিয়া নূরীয়া মাদ্রাসা, বাইড়া। এছাড়াও বহু শিক্ষা প্রতিষ্ঠা রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

কোম্পানিগঞ্জ থেকে ৫ কিলোমিটার উত্তরে। অটো,সিএনজি,বাসে করে যাওয়া যায়।

খাল ও নদী সম্পাদনা

বুড়ি নদী, যা গোমতী নদীর দেবীদ্বার উপজেলাধীন শীবনগর গ্রাম থেকে উৎপত্তি হয়েছে, তার কিছুটা অংশ (বাইড়া গ্রামের) মুরাদনগর & দেবীদ্বার উপজেলার সীমানা নির্ধারণে ভূমিকা রেখেছে।

হাট-বাজার সম্পাদনা

উল্লেখযোগ্য বাজার সমূহের মধ্যে রয়েছে- বাইড়া বাজার এবং টনকী বাজার। এমনিতে আরো অসংখ্য ছোট ছোট দোকান পার্ট এর বাজার রয়েছে।

দর্শনীয় স্থান সম্পাদনা

ঐতিহ্যবাহি বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় এবং কলেজ, স্থাপিত ১৯৩০ খ্রিঃ। বাইড়া ঈদগাহ ও কবরস্থান, বাইড়া গ্রামের পূর্ব পাশের বুড়ি নদী এবং টনকী ইউনিয়ন পরিষদের ভবন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা