টক জিলাপি বাংলাদেশের ময়মনসিংহের জিলা স্কুল মোড়ে হোটেল মেহেরবান কর্তৃক উৎপন্ন জিলাপির একটি ঐতিহ্যবাহী সংস্করণ, যা ময়মনসিংহসহ এর আশেপাশের অধিবাসীদের কাছে খুবই জনপ্রিয় এবং বিপুল পরিমাণে গৃহীত একটি মিষ্টিজাতীয় খাবার। ময়মনসিংহের অধিবাসীদের কাছে একটি জনপ্রিয় ইফতার সামগ্রী এই টক জিলাপি।[১][২][৩][৪] প্রায় তিন দশক ধরে এই জিলাপি জনপ্রিয়।[৫]

টক জিলাপি
অন্যান্য নামটক-মিষ্টি জিলাপি
ধরননাস্তা, ইফতার
প্রকারমিষ্টান্ন
উৎপত্তিস্থলজিলা স্কুল মোড়, ময়মনসিংহ, বাংলাদেশ
অঞ্চল বা রাজ্যময়মনসিংহ
সংশ্লিষ্ট জাতীয় রন্ধনশৈলীবাংলাদেশ
পরিবেশনগরম
প্রধান উপকরণমাষকলাইয়ের ডাল, চালের গুড়া, ময়দা, চিনির সিরাপ, তেঁতুলের টক
ভিন্নতাসাধারণ টক জিলাপি, আমিত্তি এবং ঘি দিয়ে ভাজা টক জিলাপি

ইতিহাস সম্পাদনা

ত্রিশ বছর আগে এই জিলাপির কারিগর জাকির হোসেন সাধারণ জিলাপিই বানাতেন। ভারী বৃষ্টির কারণে জিলাপি তৈরির কিছু মণ্ড অবশিষ্ট থেকে যায়। তার সাথে মাষকলাইয়ের ডাল, চালের গুড়া ও তেঁতুলের টক মিশিয়ে জিলাপি তৈরি করে তিনি তার পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে খান। তাদের প্রশংসার ফলে তিনি বাণিজ্যিকভাবে হোটেল মেহেরবানে টক-মিষ্টি জিলাপি বিক্রি করা শুরু করেন।[১]

উপকরণ সম্পাদনা

প্রস্তুতপ্রণালী সম্পাদনা

চালের গুড়া, মাষকলাই ও ময়দা গুলিয়ে পেষ্ট তৈরি করা হয়। কয়েলের মতো পেঁচিয়ে জিলাপির আকৃতি দেয়া হয়। গরম তেলে জিলাপিগুলো গাঢ় বাদামি রং করে ভেজে নেয়া হয়। অপর একটি পাত্রে চিনি, পানি, দারুচিনিএলাচ দিয়ে সিরা তৈরি করা হয়। জিলাপি ভেজে সঙ্গে সঙ্গেই গরম সিরায় ছেড়ে দেয়া হয়। এরপর বেশ খানিকক্ষণ জিলাপি সিরার মধ্যেই রেখে দেয়া হয় যাতে জিলাপিগুলোর ভেতরে সিরা প্রবেশ করে। এভাবেই তৈরি হয় টক জিলাপি।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ময়মনসিংহে টক জিলাপির কদর বাড়ছে"দৈনিক নয়া দিগন্ত। ২ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১ মে ২০২১ 
  2. "ইফতারে জাকিরের 'টক জিলাপি'"বাংলানিউজ২৪.কম। ২১ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১ মে ২০২১ 
  3. "রোজা এলেই কদর বাড়ে চুটকি জিলাপির"। দৈনিক দেশ রূপান্তর। ১৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১ মে ২০২১ 
  4. "জনপ্রিয় টক জিলাপি"দৈনিক প্রথম আলো। ৫ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১ মে ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "চাহিদার শীর্ষে 'টক জিলাপি'"বাংলানিউজ২৪.কম। ২৪ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১ মে ২০২১ 
  6. "জাকির মিয়ার টক-মিষ্টি জিলাপি ময়মনসিংহে"দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ১০ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১ মে ২০২১