ঝাঐল ইউনিয়ন

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার একটি ইউনিয়ন

ঝাঐল ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার একটি ইউনিয়ন।[১][২]

ঝাঐল
ইউনিয়ন
২নং ঝাঐল ইউনিয়ন পরিষদ।
ঝাঐল রাজশাহী বিভাগ-এ অবস্থিত
ঝাঐল
ঝাঐল
ঝাঐল বাংলাদেশ-এ অবস্থিত
ঝাঐল
ঝাঐল
বাংলাদেশে ঝাঐল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৩′১৮″ উত্তর ৮৯°২৫′১২″ পূর্ব / ২৪.২২১৬৭° উত্তর ৮৯.৪২০০০° পূর্ব / 24.22167; 89.42000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচৌহালী উপজেলা
উপজেলাকামারখন্দ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলাধীন বিখ্যাত শীতল পাটি প্রস্তুতকারক ঝাঐল গ্রাম । বিশ্ব রোড সংলগ্ন ঝাঐল ওভারব্রীজের উত্তর পারে ঝাঐল ইউপি কার্য্যালয় অবস্থিত ।কাল পরিক্রমায় আজ ঝাঐল ইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। এ ইউনিয়েনর অন্তর্গত পাইকশা গ্রামে তৈরি হয় বাংলাদেশের বিক্ষ্যাত তাঁতী কাপড় (শাড়ি, গামছা, তোয়ালে ও অনেক কিছু)।

ইতিহাস সম্পাদনা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তন –২১.১৩ (বর্গ কিঃ মিঃ)
লোকসংখ্যা –৩৩১৬৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

শিক্ষার হার – ৪৫.২৮। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

   সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০ টি,
   বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,     
   উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,
   মাদ্রাসা- ৪টি।

দর্শনীয় স্থান সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান-মোঃ আলতাফ হোসনে ঠান্ডু

|+চেয়ারম্যানগণের তালিকা মো: আব্দুল আওয়াল সরকার ১) শপথ গ্রহণের তারিখ – ২৪/০৭/২০১১ইং ২) প্রথম সভার তারিখ – ২৫/০৭/২০১১ ইং ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং |- | | | |- | | | |- | | | |}

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ঝাঐল ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "কামারখন্দ উপজেলা"বাংলাপিডিয়া। ১২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা