জ্যোতির্ময়ী দাশ হলেন ভারতীয় একজন অধ্যাপক। তিনি কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অধ্যাপক ছিলেন। তার গবেষণার আগ্রহ বিষয়ে ছিলো জৈব রসায়নরাসায়নিক জীববিজ্ঞান সম্পর্কিত বিষয়ে।[১]

জ্যোতির্ময়ী দাশ
ଜ୍ୟୋତିର୍ମୟୀ ଦାଶ
জন্ম(১৯৭৬-০৭-০৯)৯ জুলাই ১৯৭৬
জাতীয়তাভারতীয়
পেশাঅধ্যাপক
পুরস্কারবিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার

জ্যোতির্ময়ী দাশ ২০০৩ সালে ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান থেকে কৃত্রিম জৈব রসায়নে উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪-২০০৬ সাল সময়কালে জার্মানির ফ্রেই ইউনিভার্সিটি বার্লিনের একজন আলেকজান্ডার ভন হাম্বোল্ট ফেলো ছিলেন এবং ২০০৬-২০০৭ সালে সময়কালে ইএসপিসিআই প্যারিস ফ্রান্সের পোস্টডক্টরাল ফেলো এবং ২০০৭-২০০৯ সালে এর মধ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইউকে-তে একজন মেরি-কিউরি ফেলো ছিলেন। ২০১৪ সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে যুক্ত যুক্ত হওয়ার আগ পর্যন্ত তিনি কলকাতার ভারতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা সংস্থান তিন বছর সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব অতিবাহিত করেন।

সম্মান ও পুরস্কার সম্পাদনা

জ্যোতির্ময়ী দাশকে দেওয়া সম্মাননা ও পুরস্কারের মধ্যে রয়েছে: [২]

  • ২০২১ সালে এসিএস ওমেগা সম্পাদকীয় উপদেষ্টা বোর্ড সদস্য।
  • আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড রসায়নের এশিয়ান জার্নাল ২০২১ সালে
  • ২০২০ সালে রাসায়নিক বিজ্ঞানের জন্য তাকে বিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করে।[৩] [৪] [৫]
  • ২০২০ সালে রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির ফেলো এফআরসএসসি
  • ২০২০ সালে সিআরএসআই ব্রোঞ্জ পদক পায়।
  • ২০২০ সালে ডিবিটি/ ওয়েলকাম ট্রাস্ট ইন্ডিয়ান অ্যালায়েন্স সিনিয়র ফেলোশিপ।
  • ২০১৫-২০১৬ সালের জন্য স্বর্ণজয়ন্তী ফেলোশিপ।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Faculty Profile"Indian Association for the Cultivation of Sciences। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২১ 
  2. "JD Group: Organic Synthesis and Chemical Biology"IACS। ২৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২১ 
  3. "Awardee Details"Shanti Swarup Bhatnagar Prize for Science and Technology। CSIR Human Resource Development Group, New Delhi। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২১ 
  4. "Odia chemical scientist gets prestigious award"The New Indian Express। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২১ 
  5. "Asia's Rising Scientists: Jyotirmayee Dash"Press News Agency। ৪ মে ২০২১। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২১ 
  6. Prasad, R. (৪ জানুয়ারি ২০১৭)। "Woman scientist nominated for Swarnajayanti fellowship"The Hindu। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা