জোবাত রাজ্য[১] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি ১১ তোপ সেলামী সম্মানপ্রাপ্ত দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির ভোপাবর এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো। রাজ্যটির সদর ও প্রশাসনিক দপ্তর ছিল জোবাত শহরে, যা বর্তমান মধ্যপ্রদেশ রাজ্যের আলিরাজপুর জেলায় অবস্থিত।[২] রাজ্যটি ৩৩৯ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল এবং ১৯০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এটির জনসংখ্যা ছিল ৯,৪৪৩ জন এবং ওই বছরই রাজ্যটির বার্ষিক গড় রাজস্বের পরিমাণ ছিল ২১,০০০ ভারতীয় মুদ্রা।[৩]

জোবাত রাজ্য
जोबत
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত জোবাত রাজ্যের মানচিত্র
আয়তন 
• ১৯০১
৩৩৯ বর্গকিলোমিটার (১৩১ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
৯৪৪৩
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী
১৯৪৮
উত্তরসূরী
ভারত

ইতিহাস সম্পাদনা

আলিরাজপুর রাজ্যের জায়গীর হিসাবে খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীতে জোবাত জায়গীর প্রতিষ্ঠা লাভ করে৷ ১৮১৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ তৎপরতায় এটি দেশীয় রাজ্যের মর্যাদার উন্নীত হয়৷ রাজ্যের শাসকগণ ছিলেন রাঠোর রাজবংশের রাজপুত৷[৪] ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভ ও ভারত ভাগের পর এই জোবাত রাজ্যের শেষ রাজার ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৫ই জুন তারিখে একীভূতকরণের দলিল স্বাক্ষরের মাধ্যমে এটি ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়।[৫] স্বাধীন ভারতে প্রাথমিকভাবে ১৯৫০ খ্রিস্টাব্দে এটিকে মধ্যভারত ও পরে ১৯৫৬ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তারিখে নবগঠিত মধ্যপ্রদেশ রাজ্যে অংশীভূত করা হয়।

শাসকবর্গ সম্পাদনা

জোবাত দেশীয় রাজ্যের রাজারা রাণা উপাধিতে ভূষিত হতেন৷ মাতুলক্রমে এই রাজ্যের উত্তরসূরী আবর্তিত হয়েছিলো৷[৬]

রাণা সম্পাদনা

  • রাণা বহরম দেব
  • রাণা কেশবদাস দেব
  • রাণা লূণকরণ দেব
  • ১৮৬৪ – ১৮৭৪ রণজিৎ সিং
  • ১৮৭৪ – ১৮৯৭ স্বরূপ সিং
  • ১৮৯৭ – মার্চ ১৯১৬ ইন্দ্রজিৎ সিং
  • ১৮ জুন ১৯১৭ – ১৫ আগস্ট ১৯৪৭ ভীম সিং

তথ্যসূত্র সম্পাদনা

  1. Imperial Gazeteer of India, v. 5, p. 223.
  2. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Bhopawar"। ব্রিটিশ বিশ্বকোষ3 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 846। 
  3. https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V08_153.gif
  4. Rajput Provinces of India - Jobat
  5. "Jobat (Princely State)"। ২০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৪ 
  6. Princely States of India