জেস ওয়েইস

মার্কিন অ্যানেস্থেসিওলজিস্ট ও চিকিৎসক

জেস বি. ওয়েইস (১৯১৭,[১] ব্রঙ্কস, নিউ ইয়র্ক - ২৮ জুন, ২০০৭, ফোর্ট লডারডেল) একজন মার্কিন অ্যানেস্থেসিওলজিস্ট ও চিকিৎসক ছিলেন।

জেস বি. ওয়েইস
জন্ম১৯১৭
ব্রঙ্কস নিউ ইয়র্ক
জাতীয়তামার্কিন
পেশাঅ্যানেস্থেসিওলজিস্ট ও চিকিৎসক

ওয়েইস একটি টি-আকৃতির ডানা যুক্ত এপিডুরাল সূঁচের আকৃতিটি পুনরায় নকশা করার জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। এটি অ্যানেস্থেসিওলজিস্ট এবং চিকিৎসকদের আরও সহজে রোগীর মেরুদণ্ডে সুই প্রবেশ করানোর অনুমতি দেয়।

বহিঃসংযোগ এবং তথ্যসুত্র সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Obituary Jess B. Weiss, M.D., 1917-2007"। Anesthesia History Association। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]