জেমস এস. ল্যাঙ্গার

মার্কিন পদার্থবিজ্ঞানী

জেমস এস ল্যাঙ্গার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা এর পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক।

জেমস এস ল্যাঙ্গার
জন্ম১৯৩৪
নাগরিকত্বমার্কিন
মাতৃশিক্ষায়তনকার্নেগী মেলন বিশ্ববিদ্যালয়
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়
পুরস্কারOliver Buckley Prize (1997)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহকার্নেগী মেলন বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা
ডক্টরাল উপদেষ্টাRudolf Peierls
ডক্টরেট শিক্ষার্থীAlain Karma
Michael Marder
James A. Warren
Michael Falk

জীবনী সম্পাদনা

ল্যাঙ্গার ১৯৩৪ সালে পেনসিলভ্যানিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি কার্নেগী মেলন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৫ সালে পদার্থবিজ্ঞানে গ্র্যাজুয়েট হন। তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে গাণিতিক পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা এর ইন্সটিটিউট ফর থিওরেটিক্যাল ফিজিক্সের পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি ২০০০ সালে আমেরিকান ফিজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। [১]

তথ্যসূত্র সম্পাদনা