জিরি ইউনিয়ন

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার একটি ইউনিয়ন

জিরি বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

জিরি
ইউনিয়ন
৭নং জিরি ইউনিয়ন পরিষদ
জিরি চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
জিরি
জিরি
জিরি বাংলাদেশ-এ অবস্থিত
জিরি
জিরি
বাংলাদেশে জিরি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৭′২৯″ উত্তর ৯১°৫৩′৩৫″ পূর্ব / ২২.২৯১৩৯° উত্তর ৯১.৮৯৩০৬° পূর্ব / 22.29139; 91.89306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাপটিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআমিনুল ইসলাম খান টিপু
আয়তন
 • মোট১৩.৮০ বর্গকিমি (৫.৩৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৮,৩৩৮
 • জনঘনত্ব২,৮০০/বর্গকিমি (৭,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫১.১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

জিরি ইউনিয়নের আয়তন ৩,৪১০ একর (১৩.৮০ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জিরি ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৮,৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ১৯,০৩০ জন এবং মহিলা ১৯,৩০৮ জন। মোট পরিবার ৭,৫০৯টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

পটিয়া উপজেলার পশ্চিমাংশে জিরি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কোলাগাঁও ইউনিয়নকুসুমপুরা ইউনিয়ন, পূর্বে কুসুমপুরা ইউনিয়নকাশিয়াইশ ইউনিয়ন, দক্ষিণে কাশিয়াইশ ইউনিয়নআনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন এবং পশ্চিমে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নশিকলবাহা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

জিরি ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]

  • উত্তর দেয়াং
  • মোহাম্মদ নগর
  • মধ্যম কৈয়গ্রাম
  • দক্ষিণ কৈয়গ্রাম
  • পশ্চিম মালিয়ারা
  • দক্ষিণ মালিয়ারা
  • পূর্ব মালিয়ারা
  • মহিরা হিখাইন
  • সাইদাইর
  • জিরি
  • মহিরা
  • দক্ষিণ জিরি

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জিরি ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.১%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি কওমী মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৩]

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

কলেজ[৪]
মাদ্রাসা[৫]
মাধ্যমিক বিদ্যালয়[৬]
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কৈয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জিরি বিবেকানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জিরি হাজী মীর আহমদ সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব জিরি আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মহিরা হিখাইন জে বি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাইদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

জিরি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

জিরি ইউনিয়নে ৪৫টি মসজিদ, ২টি ঈদগাহ ও ৮টি মন্দির রয়েছে।[৩]

খাল ও নদী সম্পাদনা

জিরি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুরারী খাল।[৭]

হাট-বাজার সম্পাদনা

জিরি ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল শান্তির হাট, মালিয়ারা বাজার, ফকিরা মসজিদ বাজার, কৈয়গ্রাম বাজার, লামার বাজার এবং কাজীর হাট।[৮]

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান:আমিনুল ইসলাম খান (টিপু) [৯]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"jiriup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "এক নজরে - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"jiriup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "কলেজ - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"jiriup.chittagong.gov.bd 
  5. "মাদ্রাসা - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"jiriup.chittagong.gov.bd 
  6. "মাধ্যমিকবিদ্যালয় - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"jiriup.chittagong.gov.bd 
  7. "খাল ও নদী - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"jiriup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "হাঁট বাজার - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"jiriup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "বর্ত মান পরিষদ - জিরি ইউনিয়ন - জিরি ইউনিয়ন"jiriup.chittagong.gov.bd। ১২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা