জালিম শেখর

পঞ্চকোট রাজ্যের রাজা

জালিম শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের তেতাল্লিশতম রাজা ছিলেন।

জালিম শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্ব১০৮১-১১০৭
পূর্বসূরিদিগ্বিজয় শেখর
উত্তরসূরিমধুকর শেখর
বংশধরমধুকর শেখর
পরমানন্দ শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাদিগ্বিজয় শেখর

সংক্ষিপ্ত পরিচিতি সম্পাদনা

জালিম শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের বিয়াল্লিশতম রাজা দিগ্বিজয় শেখরের পুত্র ছিলেন। তিনি ১০৮১ খ্রিষ্টাব্দ হতে ১১০৭ খ্রিষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। মধুকর শেখর ও পরমানন্দ শেখর নামক তার দুই পুত্র ছিল।[১]:৩৬

তথ্যসূত্র সম্পাদনা

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
জালিম শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
দিগ্বিজয় শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
১০৮১-১১০৭
উত্তরসূরী
মধুকর শেখর