জাযাকাল্লাহ্(উ) (আরবি: جَزَاكَ ٱللَّٰهُ) অথবা জাযাকাল্লাহু খায়রান (আরবি: جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا) একটি তাৎপর্যপূর্ণ ইসলামি বাক্য; যার অনেকগুলো অর্থ রয়েছে। তবে এই বাক্যের প্রধান/মূল অর্থ হলোঃ- "আল্লাহ্ আপনাকে উত্তম পুরস্কার/প্রতিদান দিন"। জাযাকাল্লাহ্(উ) বাক্যাংশটি অসমাপ্ত, কারণ এতে আছে 'আল্লাহ্' (অর্থাৎ সৃষ্টিকর্তা) এবং 'জাযাক্(আ/ই)' অর্থাৎ পুরস্কার প্রদান করা, কিন্তু এতে 'খায়রান' অন্তর্ভুক্ত নেই যার অর্থ হল 'উত্তম'। জাযাকাল্লাহু খায়রান বললে কি পুরস্কারের/ প্রতিদানের কথা বলা হল তার অনুমান দরকার পড়ে না কারণ 'খায়রান' শব্দটি দ্বারা এটা নির্দিষ্ট হয়ে যায়।

যদিও ধন্যবাদ জানানোর পরিচিত আরবি শব্দটি হল 'শুকরান', জাযাকাল্লাহু খায়রান বাক্যটি মুসলিমরা ব্যবহার করে এই বিশ্বাসে যে, একজন মানুষ অন্যজনকে পর্যাপ্ত বিনিময় দান করতে পারে না, বরং আল্লাহ্ই সর্বোত্তম পুরস্কার/ প্রতিদান দান করতে সক্ষম।

জাযাকাল্লাহু খায়রান এর জবাবে ওয়া-ইয়্যাক (একজনকে), বা ওয়া-ইয়্যাকুম (একের অধিককে) ব্যবহৃত হয়, যার অর্থ "এবং আপনার/ আপনাদের প্রতিও)"। তবে বেশি প্রচলিত জবাব হল: ওয়া-আনতুম ফা-জাযাকুমুল্লাহু খায়রান, যার অর্থ "এবং আপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিন"। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. আল-সাহিহাহ ৩০৯৬, আল-তা'লিকাতুল হিসান আল-সাহিহ ইব্‌নি হিব্বান ৬২৩১