জামুরিয়া ইউনিয়ন

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার একটি ইউনিয়ন

জামুরিয়া ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত ঘাটাইল উপজেলার একটি ইউনিয়ন।[১][২]

জামুরিয়া
ইউনিয়ন
জামুরিয়া ঢাকা বিভাগ-এ অবস্থিত
জামুরিয়া
জামুরিয়া
জামুরিয়া বাংলাদেশ-এ অবস্থিত
জামুরিয়া
জামুরিয়া
বাংলাদেশে জামুরিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৮′১৭″ উত্তর ৮৯°৫৭′১৬″ পূর্ব / ২৪.৪৭১৩৯° উত্তর ৮৯.৯৫৪৪৪° পূর্ব / 24.47139; 89.95444 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
উপজেলাঘাটাইল উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
মানচিত্র
মানচিত্র

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

জামুরিয়া ইউনিয়নের মোট আয়তন ৬৬৪১ একর।ঘরবাড়ির সংখ্যা ৭৪৬৩ টি।[৩]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী জামুরিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯৫৫৬ জন।এদের মধ্যে ১৪৪২৪ জন পুরূষ এবং ১৫১৩২ জন মহিলা।[৪] প্রতি ব:কি: এ ১১০০ জন লোক বাস করে।[৩]

ইতিহাস সম্পাদনা

জামুরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ভবন সাধুর পাড়া গলগন্ডা অবস্থিত । এর অবস্থান ১০০ শতাংশ জমির উপর । এটি সরকারি খাস জমি থাকলেও সরকার বাড়ির কিছু লোকের দখলে থাকে পরবর্তীতে তা সরকার ইউনিয়ন অফিস নির্মানে জমি সরকারের কব্জা করে নেয়। এ ভবনের বিশাল একটা মাঠ । মাঠের মাঝখানে সুদর্শন বড় একটি পাকট গাছ দাড়িয়ে আছে। এর পশ্চিমে মসজিদ এবং সম্ভ্রান্ত মৌলোবী বাড়ি, ও ঈদগাহ মাঠ, উত্তরে সরকার বাড়ি, পৃর্ব পাশে বিশাল পুকুর । এটি একটা মডেল ইউনিয়ন । বর্তমান চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম খান হেস্টিংস ।

শিক্ষা সম্পাদনা

র্বমানে জামুরিয়া ইউনিয়নে শিক্ষার হার ৫৪.২৩%

অর্থনীতি সম্পাদনা

জামুলিয়া ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষিপ্রধান অর্থনীতি। এ অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিজীবী ।

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

বিবিধ সম্পাদনা

  • এ অঞ্চলে প্রায় 96% লোক মুসলিম। মুসলিম ছাড়াও এখানে হিন্দু বৌদ্ধ, ও অন্যান্য ধর্মের লোকের বসবাস আছে।

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৩ 
  2. "Jamuria Union - জামুরিয়া ইউনিয়ন"tangail.gov.bd 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৩ মে ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৩ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৩ মে ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৩