জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর

কাওমি মাদ্রাসা

জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ('জামিয়া আঙ্গুরা' বা সাধারণভাবে 'আঙ্গুরা মাদ্রাসা 'হিসেবে পরিচিত), একটি বিখ্যাত কওমি মাদ্রাসা[২] যা বাংলাদেশের সিলেট অঞ্চলের বিয়ানীবাজারে অবস্থিত।[৩] এই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ এর সিলেবাসে পঠিত একটি মাদ্রাসা। ইমাম আযম আবু হানিফার প্রচারিত হানাফি মাযহাবের অনুসারী একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান।

জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর
الجامعة المدنية أنغورا محمدفور
ধরনইসলামী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৫ই এপ্রিল ১৯৬১
আচার্যজিয়া উদ্দিন [১]
অবস্থান
শিক্ষাঙ্গনগ্রামীণ
ওয়েবসাইটhttp://jamiamadaniaangura.com/
মানচিত্র

অবস্থান সম্পাদনা

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামে কুশিয়ারা নদীর দক্ষিণ তীরে মাদ্রাসাটির অবস্থান।[৩]

ইতিহাস সম্পাদনা

১৫ই এপ্রিল ১৯৬১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের শায়খ শিহাবুদ্দীন।[৪] মাদ্রাসাটি কয়েক দশক ধরে আলিম, দায়ী, লেখক, বক্তা, রাজনীতিক, মুসলিহ ও সমাজসেবক তৈরি করেছে। ইসলামী শিক্ষা, ওয়াজ-নসিহত, মসজিদ মাদরাসা পরিচালনা, লেখালেখি, রাজনীতিক সব সেক্টরেই নিরন্তর সেবা দিয়ে যাচ্ছে।[৪]

ক্যাম্পাস সম্পাদনা

জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর এর মৌলিক কাজ হজ্ছে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার। পাশাপাশি দাওয়াততাবলীগ, আত্মশুদ্ধি, সমাজ সংস্কার, মসজিদ-মকতব-মাদরাসা প্রতিষ্ঠা, ইসলামী মূল্যবোধ তৈরি, বই-পুস্তক রচনা, অনুবাদ, প্রকাশনা, ইসলামী সাহিত্যের বিকাশ ইত্যাদি উল্লেখযোগ্য কার্যক্রম।[৫] মাদ্রাসায় রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি। যেখানে প্রায় ১২,০০০ হাজার গ্রন্থ রয়েছে। [৩] দারসে নেজামীর সকল কিতাব এবং চার মাজহাবের উল্লেখযোগ্য কিতাবাদি গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে।[৬]

চিত্রশালা সম্পাদনা

জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের কিছু চিত্র

বিখ্যাত ছাত্র সম্পাদনা

উল্লেখযোগ্য কয়েকজন- [৪]

  • ফখরুদ্দীন সাদিক
  • ফয়যুল হাসান খাদিমানী
  • খায়রুল ইসলাম
  • হাফিজ ফখরুজ্জামান
  • আব্দুল মালিক কাসেমী
  • নুরুল ইসলাম ফাগুরবাড়ী রঃ গোয়াইনঘাট

শিক্ষার ধরণ সম্পাদনা

জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর একদম শিশু শ্রেণী থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত শিক্ষাদান করে থাকে। শিক্ষাস্তর : ১. এ, সি, ই, একাডেমী (শিশু শ্রেণী) ২. হিফ্‌য-উল-কুরআন ৩. সাধারণ ইসলামি শিক্ষা[৭] ৪, ইফতা বিভাগ।

শিক্ষাবিভাগ চার স্তরে বিভক্তঃ ১) কিতাব বিভাগ, ২) হিফয বিভাগ, ৩) এ,সি,ই একাডেমী (শিশুশিক্ষা বিভাগ)[৭] ৪] ইফতা বিভাগ।

কিতাব বিভাগে পাঁচটি মারহালা বা স্তরঃ ১.ইবতিদাইয়্যাহ (প্রাথমিক) ২.মুতাওয়াসসিতা (মাধ্যমিক) ৩.সানাবিয়্যা (উচ্চ মাধ্যমিক) ৪.ফযিলত (স্নাতক) ৫.তাকমীল (মাস্টার্স)।[৭]

হিফয বিভাগঃ হিফয বিভাগে হিফযে কুরআন[৭]

এ.সি.ই একাডেমী: এ.সি.ই একাডেমী হচ্ছে শিশুশিক্ষা বিভাগ। এই বিভাগে তিনবছর মেয়াদী কোর্সে কোমলমতি শিশুদেরকে ইসলামের বুনিয়াদী শিক্ষা দেয়া হয়। পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজিসহ সাধারণ শিক্ষার প্রাথমিক স্তরও পড়ানো হয়।[৭]

ইফতা বিভাগঃ { ইসলামি আইন শাস্ত্রে উচ্চতর গবেষণা }

সহযোগী সংগঠন সম্পাদনা

  1. আশ শিহাব পরিষদ
  2. আল হিলাল ছাত্র সংসদ
  3. আশ শিহাব পরিষদ ইউকে
  4. ইকরা ফাউন্ডেশন ইউকে
  5. ইকরা ফাউন্ডেশন আমেরিকা
  6. চেতনা সাহিত্য পরিষদ

প্রকাশনা সম্পাদনা

  • ১৯৮৬ সাল থেকে প্রতি বছর বার্ষিক মুখপাত্র আল হিলাল বের হয়।
  • উকাব
  • আয যিয়া
  • আল ফারুক দেয়ালিকা বাংলা
  • আল ফারুক দেয়ালিকা আরবি, সহ প্রতি বছর আরো অনেক বই বের হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শায়খুল হাদিস আল্লামা ইসহাকের ইন্তেকাল"old.dhakatimes24.com। ২০১৯-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯ 
  2. Singh, N.K. (২০০৩)। Encyclopaedia Of Bangladesh (Set Of 30 Vols.)। Anmol Publications Pvt. Limited। পৃষ্ঠা 259। আইএসবিএন 9788126113903 
  3. "সংক্ষিপ্ত পরিচিতি – জামিয়া মাদানিয়া আঙ্গুরা মূহাম্মদপুর"। ২০১৯-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯ 
  4. QOWMIPEDIA (২০১৮-০৫-১৭)। "জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর"QOWMIPEDIA। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯ 
  5. "কার্যক্রম – জামিয়া মাদানিয়া আঙ্গুরা মূহাম্মদপুর"। ২০১৯-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯ 
  6. "গ্রন্থাগার – জামিয়া মাদানিয়া আঙ্গুরা মূহাম্মদপুর"। ২০১৯-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯ 
  7. "শিক্ষা সংক্রান্ত – জামিয়া মাদানিয়া আঙ্গুরা মূহাম্মদপুর"। ২০১৯-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৯ 

বহিঃসংযোগ সম্পাদনা