জামিয়া ইসলামিয়া ইশাতুল উলুম

জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলূম ভারতের মহারাষ্ট্রের নানদুরবার জেলায় অবস্থিত একটি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান

জামিয়া ইসলামিয়া ইশাতুল উলুম
অবস্থান
মানচিত্র
আক্কালকুয়া
,
ভারত
স্থানাঙ্ক২৮°৩৩′৪২″ উত্তর ৭৭°১৬′৪৯″ পূর্ব / ২৮.৫৬১৬০৮° উত্তর ৭৭.২৮০১৫° পূর্ব / 28.561608; 77.28015
তথ্য
ধরনশিক্ষাপ্রতিষ্ঠান (দাতব্য ট্রাস্ট)
নীতিবাক্যইশা'আত-ই-ইল্ ম (সকল প্রকার শিক্ষা)
প্রতিষ্ঠাকাল১৯৭৯, ১৪০০ হিজরি
প্রতিষ্ঠাতাগোলাম মুহাম্মদ বাস্তনবী
বিদ্যালয় জেলানন্দুরবার জেলা
ক্যাম্পাসগ্রাম্য, ৯০ একর (৩৬ হেক্টর)
ডাকনামজামিয়া
ওয়েবসাইটjamiaakkalkuwa.com

১৯৭৯ সালে আক্কালকুয়াতে মাত্র ছয় শিক্ষার্থী নিয়ে একটি ইসলামিক স্কুল হিসাবে এর পাঠদান কার্যক্রম শুরু হয়। ২০১৪ সালের মধ্যে ভারত জুড়ে এই প্রতিষ্ঠানের দুই লাখ শিক্ষার্থী রয়েছে।[১]

২০১৩ সালে মেডিকেল কলেজ ও নূর হাসপাতাল এমবিবিএস কোর্স শুরু করার জন্য রাজ্য সরকারের অনুমতি নেয় এবং নয়াদিল্লিতে অবস্থিত ভারতের মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার চূড়ান্ত অনুমতি পায়। ২০১৩ সালে ১০০ জন শিক্ষার্থী এই কোর্সে ভর্তি হয়েছিল। এমবিবিএস কলেজ ছাড়াও জামিয়ায় ৩০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে। হাসপাতালটিতে চেকআপ, চিকিৎসা, ওষুধ, বিভিন্ন প্যাথলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এক্স-রে, সোনোগ্রাফি এবং সমস্ত সেবাগুলো বিনামূল্যে দেওয়া হয়। পাশাপাশি হাসপাতালে বিভিন্ন সার্জারি অপারেশন করা হয়। প্রতিদিন প্রায় ৬০০ টি ওপিডি এবং ২৩০ আইপিডি রোগী উপকৃত হয়। চিকিৎসকরা প্রতিদিন সব বিভাগ মিলে প্রায় ৩০ টি অপারেশন করেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

আরও পড়ুন সম্পাদনা