জাতীয় সড়ক ১৮ (ভারত)

ভারতের জাতীয় সড়ক

জাতীয় সড়ক ১৮ (এনএইচ ১৮) (পুরাতন এনএইচ ৩২, এনএইচ ৩৩ এবং এনএইচ ৫ এর সংমিশ্রণ) ভারতের জাতীয় সড়ক । এটি ধানবাদের গোবিন্দপুর থেকে উৎপন্ন হয় এবং ওড়িশার বালাসোরে এসে শেষ হয়। এই সড়কের মোট দৈর্ঘ ৩৬১ কিমি (২২৪ মাইল)।[১] এটি ধানবাদ শহর, মহুদা, চাস, পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, ঘাটশিলা, বহারাগোড়া, বড়িপদা এবং বালাসোরের মধ্য দিয়ে অগ্রসর হয়। এটি আগে এনএইচ ৩২ হিসাবে পরিচিত ছিল, তবে এটি ২০১২ সালে এনএইচ ২১৮ হিসাবে পরিবর্তিত হয়।

জাতীয় সড়ক ১৮ shield}}
জাতীয় সড়ক ১৮
মানচিত্র
মানচিত্রে জাতীয় সড়ক ১৮ লাল রঙে চিহ্নিত
পথের তথ্য
দৈর্ঘ্য৩৬১ কিমি (২২৪ মা)
প্রধান সংযোগস্থল
উত্তর প্রান্ত:গোবিন্দপুর, ঝাড়খণ্ড
দক্ষিণ প্রান্ত:বালাসোর, ওড়িশা
অবস্থান
রাজ্যঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা
প্রাথমিক
গন্তব্যস্থল
চাস

পুরুলিয়া চান্ডিলা জামশেদপুর ঘাটশিলা বাহারাগড়

বাড়িপাড়া
মহাসড়ক ব্যবস্থা
এনএইচ ১৭ এনএইচ ১১৮

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (পিডিএফ)। New Delhi: Department of Road Transport and Highways। ১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১২