জাতীয় পুরস্কার হলো যেকোন দেশ বা জাতীর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রদত্ত সম্মাননা সূচক পুরস্কার।[১]

বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসাবে পরিচিত “স্বাধীনতা পুরস্কার” প্রাপককে প্রদত্ত স্বর্ণ পদক।

প্রকার সম্পাদনা

প্রদানকারীর উপর নির্ভর করে জাতীয় পুরস্কারকে দুইটি শ্রেণিতে বিভক্ত করা হয়ঃ

  • সরকার কর্তৃক প্রদত্ত পুরস্কার এবং
  • বেসরকারিভাবে প্রদত্ত পুরস্কার।

বাংলাদেশ সম্পাদনা

বাংলাদেশে সরকারিভাবে প্রদত্ত জাতীয় পুরস্কারগুলোর মধ্যে রয়েছেঃ[১]

[৪]

পদক ও পুরস্কারের প্রদেয়সমূহ সম্পাদনা

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৪ নভেম্বর ২০১৯ তারিখে জারিকৃত জাতীয় পুরস্কার/ পদক সংক্রান্ত সংশোধিত নির্দেশাবলি মোতাবেক পুরস্কার/পদক প্রাপককে প্রদেয়সমূহ নিম্নরূপ:[৫]

  • স্বাধীনতা পদক : আঠার ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, পাঁচ লক্ষ টাকা, এবং একটি সম্মাননাপত্র।
  • একুশে পদক : আঠার ক্যারেট মানের পঁয়ত্রিশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, চার লক্ষ টাকা, এবং একটি সম্মাননাপত্র।
  • বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার : বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন ২০১৬ অনুযায়ী নির্ধারিত হবে।
  • বেগম রোকেয়া পদক : আঠার ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, চার লক্ষ টাকা, এবং একটি সম্মাননাপত্র।
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার : আঠার ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, একটি সম্মাননাপত্র এবং (ক) আজীবন সম্মাননাপ্রাপ্তকে তিন লক্ষ টাকা; (খ) শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজককে দুই লক্ষ টাকা; (গ) শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজককে দুই লক্ষ টাকা; (ঘ) শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র প্রযোজককে দুই লক্ষ টাকা; (ঙ) শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালককে দুই লক্ষ টাকা; (চ) অন্যান্য ক্ষেত্রে এক লক্ষ টাকা।
  • জাতীয় ক্রিড়া পুরস্কার : আঠার ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, এক লক্ষ টাকা, এবং একটি সম্মাননাপত্র।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. খান, সানজিদা (জানুয়ারি ২০০৩)। "জাতীয় পুরস্কার: স্বাধীনতা দিবস পুরস্কার"। সিরাজুল ইসলাম[[বাংলাপিডিয়া]]ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৭  ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  2. জাতীয় পুরস্কার/ পদক সংক্রান্ত নির্দেশাবলি, নভেম্বর ২০১৯ পর্যন্ত সংশোধিত, মন্ত্রী পরিষদ বিভাগ, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পিডিএফ
  3. জাতীয় পুরস্কার/ পদক সংক্রান্ত নির্দেশাবলি, নভেম্বর ২০১৯ পর্যন্ত সংশোধিত, মন্ত্রী পরিষদ বিভাগ, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পিডিএফ
  4. "জাতীয় পুরস্কার/পদক সংক্রান্ত নির্দেশাবলি (১৫/০৫/২০১৭)" (পিডিএফ)বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯ 
  5. জাতীয় পুরস্কার/ পদক সংক্রান্ত নির্দেশাবলি, নভেম্বর ২০১৯ পর্যন্ত সংশোধিত, মন্ত্রী পরিষদ বিভাগ, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পিডিএফ

বহিঃসংযোগ সম্পাদনা