জহির উদ্দীন আহমেদ

বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা

ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ (এনডি, এনডিসি, পিএসসি; জন্ম: ১৯৫৭) ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান। তিনি ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম এনডিইউ, পিএসসি, বিএন এর উত্তরসূরী এবং ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, এনডিসি, পিএসসি, বিএন এর পূর্বসূরী।[১]

জহির উদ্দীন আহমেদ
২০১২ সালে জহির উদ্দীন আহমেদ
জন্ম১৯৫৭
গাজীপুর
আনুগত্য বাংলাদেশ
সেবা/শাখা বাংলাদেশ নৌবাহিনী
কার্যকাল১৯৭৯-২০১৩
পদমর্যাদাভাইস অ্যাডমিরাল

নেতৃত্বসমূহবানৌজা উমর ফারুক
বানৌজা আবু বকর
বানৌজা বঙ্গবন্ধু
বানৌজা শহীদ মোয়াজ্জেম
বানৌজা শহীদ তিতুমীর
সিগনাল পরিচালক (এনএইচকিউ)
মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ড
কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি
কমোডোর কমান্ডিং বিএন ফ্লোটিলা
কমোডোর কমান্ডিং চট্টগ্রাম
নৌবাহিনী প্রধান

নৌ কমান্ড সম্পাদনা

একজন ন্যাভিগেটর হিসাবে অ্যাডমিরাল জহির প্রায় সব ধরনের জাহাজ ও স্থাপনায় নেতৃত্ব দিয়েছেন। তিনি বিএন এর আধুনিক ফ্রিগেট বানৌজা বঙ্গবন্ধুর প্রথম কমান্ডিং অফিসার ছিলেন। এছাড়াও তিনি বানৌজা উমর ফারুক, বানৌজা আবু বকর-এর কমান্ডার ছিলেন। কমোডর কমান্ডিং হিসেবে তিনি কমোডোর কমান্ডিং বিএন ফ্লোটিলা ও কমোডোর কমান্ডিং চট্টগ্রামের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মেরিন একাডেমীর দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২]

২০০৯ সালের ২৬শে জানুয়ারি জহির উদ্দিন আহমেদ বাংলাদেশ নৌবাহিনীর চিফ অফ নেভাল স্টাফ হিসেবে নিযুক্ত হন। এরপর ২০০৯ সালের ৩রা অক্টোবর ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি হয়।

স্বীকৃতি সম্পাদনা

অ্যাডমিরাল জহির তার অসাধারণ কর্ম দক্ষতার জন্য চিফ অব নেভাল স্টাফ (সিএনএস) প্রশংসা পান।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

অ্যাডমিরাল জহির শবনম আহমেদকে বিয়ে করেন। তাদের একজন পুত্র ও একজন সন্তান আছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bangladesh Navy"www.navy.mil.bd। ২০১৬-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-১০ 
  2. In war and Peace Invincible at Sea: Bangladesh Navy ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ মে ২০০৯ তারিখে 11 May 2009 American Chronicle by Hasanuzzaman Talukdar Shemul
সামরিক দপ্তর
পূর্বসূরী
ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম
নৌবাহিনী প্রধান
২০০৯ - ২০১৩
উত্তরসূরী
ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব