জলি চেওয়া (বৈজ্ঞানিক নাম: Parapocryptes batoides) (ইংরেজি: Goby) হচ্ছে Gobiidae পরিবারের Parapocryptes গণের একটি স্বাদুপানির মাছ

জলি চেওয়া
Parapocryptes batoides
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Actinopterygii
উপশ্রেণী: Neopterygii
অধঃশ্রেণী: Teleostei
মহাবর্গ: Acanthopterygii
বর্গ: Perciformes
পরিবার: Gobiidae
গণ: Parapocryptes
টেমপ্লেট:Mida[১]
প্রজাতি: P. batoides
দ্বিপদী নাম
Parapocryptes batoides
টেমপ্লেট:Mida
প্রতিশব্দ

বর্ণনা সম্পাদনা

জলি চেওয়া দেখতে লম্বা। সামনের দিক চোঙাকৃতির কিন্তু পেছনের অংশ চাপা। দেহের উভয় দিক সোজা। চোখ দুটো মাথার উপরে অবস্থিত। এদের পুচ্ছপাখনা ছুরির ন্যায় দেখতে। বাংলাদেশে এই প্রজাতির সর্বোচ্চ দৈর্ঘ্য ২৬ সেমি এর উল্লেখ থাকে। এদের দেহের উপরিভাগ সবুজাভ-ধূসর, তবে নিচের অংশ সাদা এবং পাখনাগুলােতে কোন চিহ্ন থাকে না। তবে পায়ু, পুচ্ছ এবং পষ্ঠপাখনা কালচে বর্ণের হয়ে থাকে।[২]

আবাসস্থল সম্পাদনা

এই প্রজাতির মাছ স্রোতযুক্ত জলাশয়, মােহনা, হ্রদ এবং কম লােনাপানিতে বাস করে। চাঁদপুরে অবস্থিত ডাকাতিয়া এবং মেঘনা নদীতে সচরাচরই এই মাছ পাওয়া যায়। সাধারণত ছােট ছােট জলজ জীব খাদ্য হিসেবে গ্রহণ করে।[২]

বিস্তৃতি সম্পাদনা

এই মাছ বাংলাদেশমায়ানমারে পাওয়া যায়।[২]

বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ সম্পাদনা

আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়।[২]

মন্তব্য সম্পাদনা

এই প্রজাতির মাছের সাথে Apocryptes bato মাছের সাদৃশ্য থাকলেও দ্বিতীয়টির দাঁত খাঁজকাটা কিন্তু Apocryptes batoides মাছের দাঁত তীক্ষ্ণ প্রকৃতির। এই মাছটি A batoides মাছের মত সচরাচর পাওয়া যায় না।[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Bleeker, P. 1874. Esquisse d'un système naturel des Gobioïdes. Arch. Neerl. Sci. Nat., Haarlem v. 9. 289-331.
  2. এ কে আতাউর রহমান, শামীমা আকতার (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৬৩–২৬৪। আইএসবিএন 984-30000-0286-0 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)